স্কুল থেকেই মহিলাদের প্রতি টান রণবীরের, কন্ডোম ছাড়া মোটেও…
Ranveer Singh Secret: দীপিকার সঙ্গে তিনি দিব্যি ভাল আছেন। বারে বারে তা প্রকাশ্যে জানিয়েছেন, এবং তাঁদের একসঙ্গে দেখা গেলে তার প্রমাণও মেলে বারে বারে। তবে অতীত প্রসঙ্গে তিনি মুখ খুলতে কখনই পিছু পা হন না। এখন ক্যাসানোভা তকমা উড়িয়ে তিনি সংসারে মন দিয়েছেন।
Most Read Stories