এত লক্ষ! শুভশ্রীর ব্যাগের দাম হার মানাবে দীপিকা-আলিয়াদের কালেকশনকেও?

Subhashree: কয়েক দিন আগেই থাইল্যান্ড থেকে লম্বা ছুটি কাটিয়ে ফিরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। কয়েক দিন কাটতে না কাটতেই আবার দেশ ছাড়লেন তারক দম্পতি। এবার তাঁদের গন্তব্য দুবাই। তাঁদের বেশ কিছু ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমের পাতায় দেখে ফেলেছেন অনেকে।

এত লক্ষ! শুভশ্রীর  ব্যাগের দাম হার মানাবে দীপিকা-আলিয়াদের কালেকশনকেও?
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 10:14 PM

কয়েক দিন আগেই থাইল্যান্ড থেকে লম্বা ছুটি কাটিয়ে ফিরেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় এবং রাজ চক্রবর্তী। কয়েক দিন কাটতে না কাটতেই আবার দেশ ছাড়লেন তারক দম্পতি। এবার তাঁদের গন্তব্য দুবাই। তাঁদের বেশ কিছু ছবি ইতিমধ্যেই সমাজমাধ্যমের পাতায় দেখে ফেলেছেন অনেকে। পরনে রাস্ট রঙের একটা জাম্পস্যুট। চোখে সাদা ফ্রেমের রোদচশমা। আর রাজের পরনে কালো টিশার্টস, নীল জিন্স সঙ্গে চামড়ার জ্যাকেট আর কালো ফ্রেমের রোদচশমা। দুজনেই যেন ফ্যাশনিস্তা। একগুচ্ছ ছবি পোস্ট করেছেন তাঁরা। সেই ছবিতেই নায়িকার ব্যাগ দেখে চোখ কপালে অনেকের। টলিপাড়ার নায়িকার কাছে এই দামের ব্যাগ থাকতে পারে সেটা তাঁদের কল্পনারও বাইরে। সেই সঙ্গে প্লেনের ভিতর থেকে যে ছবি ভাগ করে নিয়েছেন শুভশ্রী দেখা যাচ্ছে বিজনেস ক্লাসের টিকিটেই কলকাতা থেকে দুবাই যাচ্ছেন তাঁরা।

বিদেশি কোম্পানীর যে ব্যাগ এ দিন ছিল নায়িকার সঙ্গে তা দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের কালেকশনকেও যেন হার মানাবে। বলিনায়িকাদের কাছে লক্ষাধিক টাকার ব্যাগ থাকবে এটা স্বাভাবিক। কিন্তু এখনও অনেকেই টলিউ় নিয়ে অনেক প্রশ্ন তোলেন। তবে এটা ঠিক শীতকালে মাচা শোয়ের মাধ্যমে তারকারা যে পরিমাণ রোজগার করেন তা অনেককেই তাক লাগাবে। এ দিন যে ব্যাগটি নিয়ে নায়িকা কলকাতা থেকে দুবাই গিয়েছেন তার মূল্য ১ লক্ষ ৫৮ হাজার টাকা। আর এই দাম শুনেই রীতিমতো চমকে গিয়েছেন অনুরাগীরা।