পর্দায় যিনি কন্যা, বাস্তবে তাঁর সঙ্গেই ‘প্রেমে’ আমির; ফাতিমা কত ছোট?

Aamir Khan-Fatima Sana Shaikh: টানা ১৬ বছর বিবাহিত জীবনে থাকার পর ২০২১ সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে ডিভোর্স দিয়েছিলেন আমির। সেই সময় ফাতিমাকেই বিয়ে ভাঙার জন্য দায়ী করেছিলেন কেউ-কেউ। তিনি আমিরের চেয়ে কত ছোট জানেন? ফাতিমা আবার আমিরের সদ্য বিবাহিত কন্যা ইরার দারুণ ভাল বন্ধুও।

পর্দায় যিনি কন্যা, বাস্তবে তাঁর সঙ্গেই 'প্রেমে' আমির; ফাতিমা কত ছোট?
ফাতিমা-আমির।
Follow Us:
| Updated on: Jan 19, 2024 | 6:19 PM

বাবা-মেয়ের চরিত্রে প্রথম কাজ করেছিলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট এবং ‘চাচি ৪২০’-এর সেই ছোট্ট মেয়ে একদা শিশু শিল্পী ফাতিমা সানা শেখ। ছবির নাম ছিল ‘দঙ্গল’। সেই ছবি থেকেই নাকি একে-অপরের কাছাকাছি এসেছিলেন আমির-ফাতিমা। ৫৮ বছর বয়সি (৬০ ছুঁইছুঁই) আমিরের মন কেড়ে নিয়েছিলেন তাঁর প্রায় কন্যাসমা ফাতিমা সানা শেখ। তাঁদের মধ্যে নাকি সম্পর্ক তৈরি হয় প্রেমের এবং ফাতিমার জন্যই নাকি আমির-কিরণের বিবাহিত জীবন ভাঙে। ফাতিমা আমিরের চেয়ে কত ছোট জানেন?

টানা ১৬ বছর বিবাহিত জীবনে থাকার পর ২০২১ সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওকে ডিভোর্স দিয়েছিলেন আমির। সেই সময় ফাতিমাকেই বিয়ে ভাঙার জন্য দায়ী করেছিলেন কেউ-কেউ। বর্তমানে ফাতিমার বয়স ৩২ এবং আমিরের ৫৮। নিজের চেয়ে ২৬ বছরের ছোট এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় আমিরের। এবং বিষয়টিকে মেনে নিয়েছিলেন কিরণ এবং আমিরের প্রথম স্ত্রী রিনা দত্তও।

কিন্তু সেই সম্পর্কটাও নাকি ভেঙেছে আমিরের। সেই প্রমাণ পাওয়া গিয়েছে আমিরের কন্যা ইরার বিয়েতে। প্রায় ইরার বয়সি ফাতিমা। ফলে বাবার প্রেমিকার সঙ্গে দারুণ ভাব ইরার। কিন্তু প্রিয় বান্ধবীর বাগদানে উপস্থিত থাকলেও, ফাতিমা কিন্তু আসেননি তাঁর বিয়েতে। শুটিংয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী, ফলে প্রেমিকের কন্য়ার বিয়েতে তিনি অনুপস্থিত। যদিও তা মনে নিতে পারছেন না অনেকেই। ফলে বিচ্ছেদের রটনা চারিদিকে… আসল ঘটনা তো আমির-ফাতিমাই জানেন।