AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কুকুর-বিড়াল-খরগোশ-পাখি, কিছুই না; কাঞ্চন মল্লিকের পুত্র ওশের পোষ্য দুটি মুরগি, নাম জানলে খুব হাসবেন

EXCLUSIVE Kanchan Mallick Son: মা ছাড়াও ওশের আরও দুই বন্ধু রয়েছে। কাঞ্চন মল্লিকের পুত্র বিড়াল নয়, কুকুর নয়, নিদেন পক্ষে খরগোশ-মাছ-কচ্ছপ-পাখিও নয়, পোষে দুটি মুরগি। এই মুরগি অনুসন্ধান চালায় বাড়িময়। মুরগিদের মধ্যে অনুসন্ধিৎসু ব্যবহার দেখে তাদের দুর্দান্ত দুটি নামকরণও করেছে ওশ। জানলে পেটে খিল ধরবে আপনার...

কুকুর-বিড়াল-খরগোশ-পাখি, কিছুই না; কাঞ্চন মল্লিকের পুত্র ওশের পোষ্য দুটি মুরগি, নাম জানলে খুব হাসবেন
কাঞ্চন (বাঁ দিকে), মা পিঙ্কির সঙ্গে ছোট্ট ছেলে ওশ...
| Updated on: Feb 20, 2024 | 10:19 AM
Share

ছোট্ট বয়সেই একটি ছবিতে অভিনয় করে ফেলেছেন কাঞ্চন মল্লিক এবং পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের পুত্র ওশ। লকডাউনের সময় সে জানতে পেরেছে বাবার ‘পরকীয়া’ প্রেম। বাবা যাঁকে নিজের বোন বলে পরিচয় দেয়, মা যে তাঁকে নিয়েই সন্দেহ করে তা নজর এড়ায়ই বাচ্চা ছেলেটার। বাবা-মা এবং বাবার চর্চিত প্রেমিকাকে নিয়ে যা ঘটেছে, সবটাই সে দেখেছে নিজের চোখে। ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ওশ কি ক্ষমা করতে পেরেছে তাঁর বাবাকে। ওশের মা পিঙ্কি বন্দ্যোপাধ্যায় TV9 বাংলাকে বলেছেন, “আমার ছেলে ওশ অনেক আগেই ওর বাবাকে ক্ষমা করে দিয়েছে। বাবাহীন ছেলেটা কীভাবে তার মা ‘সিঙ্গেল মাদার’ পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বড় হচ্ছে জানেন?

পিঙ্কি কি দ্বিতীয় বিয়ে করবেন? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেছেন, “বয়স বাড়লে গুরুত্ব (priority) পাল্টে যায়। এই মুহূর্তে আমার পৃথিবী জুড়ে রয়েছে আমার পুত্র ওশ। ওর সঙ্গে আমি আবার বড় হচ্ছি। বলা ভাল, ওর সঙ্গে আমি আবার আমার শৈশবে ফিরে গিয়েছি। আমরা মা-ছেলেতে সকালবেলা লেকে হাঁটতে যাই। সাহিত্যের সঙ্গে ওকে পরিচয় করানো, বই পড়ার অভ্যাস তৈরি করা এগুলো করছি নিত্যই। ওশের এখন একমাত্র সঙ্গী কেবলমাত্র আমি।”

পিঙ্কির সঙ্গে ডিভোর্সের সময় ওশের দায়িত্ব নিতে চাননি কাঞ্চন মল্লিক। ছেলের প্রতি নাকি কোনও রকমই দায়িত্ব পালন করেননি এই বাবা। দাবী করেছেন পিঙ্কি। ছেলেটাকে একাই মানুষ করছেন তিনি। ছেলেও তাই মা বলতে অজ্ঞান। ছেলে নাকি মাকে অনুরোধ করে বলেছিল, “দেখো মা, কাস্টোডি যেন তুমিই পাও।” হয়েছেও তাই। জানিয়েছেন, ওশের ১৮ বছর না হওয়া পর্যন্ত কেউ ছেলেকে তাঁর থেকে কেড়ে নিতে পারবে না।”

ওশের দুনিয়ায় তাই এখন তার মা, স্কুলের বন্ধুরা। ৮ ফেব্রুয়ারি ছিল ওশের জন্মদিন। জন্মদিনের শুভেচ্ছা জানাতে আসেননি ওশের বাবা কাঞ্চন। স্কুলের বন্ধুদের সঙ্গেই এই দিনটা পালন করেছেন ওশ। সবটা আয়োজন করে তার মা পিঙ্কি। সঙ্গী ছিলেন মায়ের ঠাকুরমা কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। ছেলেকে নিয়ে পিঙ্কি এখন থাকেন তাঁর ঠাকুরমা সাবিত্রী চট্টোপাধ্যায়ের নিউ আলিপুরের বাড়িতেই। সম্পর্কে পিঙ্কি সাবিত্রীর দিদির ছেলের মেয়ে। ছোট থেকে সেই বাড়িতে বড় হয়েছেন পিঙ্কি। এখন বড় হচ্ছে ওশ।

মা ছাড়াও ওশের আরও দুই বন্ধু রয়েছে। কাঞ্চন মল্লিকের পুত্র বিড়াল নয়, কুকুর নয়, নিদেন পক্ষে খরগোশ-মাছ-কচ্ছপ-পাখিও নয়, পোষে দুটি মুরগি। এই মুরগি অনুসন্ধান চালায় বাড়িময়। মুরগিদের মধ্যে অনুসন্ধিৎসু ব্যবহার দেখে তাদের দুর্দান্ত দুটি নামকরণও করেছে ওশ। এক মুরগির নাম ফেলুদা এবং অন্যজন লালমোহন।

বাবা-মায়ের মধ্যে যাই হোক না কেন, যতই মাকে ছেড়ে বাবা ফের বিয়ে করে নিক না কেন, বড়দের এসব কিছু যাতে ওশের শৈশব নষ্ট করতে না পারে, সেদিনকে বিশেষ নজর দিয়েছেন পিঙ্কি। জানিয়েছেন, ডিভোর্সের খোরপোশ হিসেবে যে ৫৬ লাখ টাকা পেয়েছেন তিনি, পুরোটাই ব্যয় করবেন ওশের লেখাপড়ার খাতে। সে কথা একান্তভাবে জানিয়েছেন TV9 বাংলাকে।