AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mutual Funds for Child: সন্তানের আগামীর সুরক্ষায় উপহার দিন মিউচুয়াল ফান্ড, কিন্তু কীভাবে?

Mutual Funds in Gift: বর্তমানে ডিম্যাট অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ড খুব সহজেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করা যায়। আগে এই ধরনের স্থানান্তরের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকলেও বর্তমানে এই বিষয়ে পরিস্থিতি অনেকটাই সহজ বা সরল হয়েছে।

Mutual Funds for Child: সন্তানের আগামীর সুরক্ষায় উপহার দিন মিউচুয়াল ফান্ড, কিন্তু কীভাবে?
সন্তানকে উপহার দিন মিউচুয়াল ফান্ড
| Updated on: Jan 14, 2026 | 8:33 PM
Share

আপনার সন্তাদের জন্য চিন্তা আপনাকেই চিন্তা করতে হবে। ফলে, সন্তানের জন্য কিছু করে রাখার চিন্তা প্রত্যেক অভিভাবকই করেন। কিন্তু সেই লক্ষ্য পূরণে আপনার কাছে একটি কার্যকর বিকল্প হতে পারে মিউচুয়াল ফান্ড। কিন্তু প্রশ্ন হল, সন্তানকে কীভাবে আপনি একটি মিউচুয়াল ফান্ড উপহার হিসাবে দেবেন?

আমাদের দেশের আয়কর আইন বলছে, বাবা-মা তাঁদের সন্তানদের উপহার হিসাবে মিউচুয়াল ফান্ডের ইউনিট দিতেই পারেন। ১৯৬১ সালের আয়কর আইনের ৫৬ (২) ধারা অনুযায়ী নিকট আত্মীয়ের দেওয়া যে কোনও উপহারই করমুক্ত হিসাবে গণ্য করা হয়। অর্থাৎ, বাবা-মা সন্তানদের কোনও উপহার দিলে তাতে কোনও অতিরিক্ত কর দিতে হয় না।

বর্তমানে ডিম্যাট অ্যাকাউন্ট থেকে মিউচুয়াল ফান্ড খুব সহজেই এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে স্থানান্তর করা যায়। আগে এই ধরনের স্থানান্তরের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা থাকলেও বর্তমানে এই বিষয়ে পরিস্থিতি অনেকটাই সহজ বা সরল হয়েছে। অ্যাসোসিয়েশন অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়ার নির্দেশ অনুযায়ী প্রতিটা ফান্ড হাউসই অনলাইনে উপহারের সুবিধা চালু করেছে। CAMS এবং KFintech-এর মাধ্যমে বিনিয়োগকারীরা তাঁদের হোল্ডিংয়ের সম্পূর্ণ বা আংশিক অন্য কাউকেই উপহার দিতে পারেন।

তবে এই ধরনের উপহার দেওয়ার ক্ষেত্রে একই ফান্ড হাউসে সন্তানের জন্য একটি ফোলিও থাকতে হবে। আর অনলাইনে এই ধরনের আবেদনের পর একটি কুলিং পিরিয়ডও থাকতে হবে। তবে এই কথা বলাই যায়, আপনি যদি সঠিক পরিকল্পনা মেনে চলেন তাহলে আপনার ভবিষ্যতের সুরক্ষায় মিউচুয়াল ফান্ড হতে পারে একটা শক্ত ভিত।