AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফ্রান্সে প্রিয়াঙ্কার রোম্যান্টিক হলিডে, হঠাত্‍ই প্রকাশ্যে গোপন ট্যাটু

Priyanka Chopra: একের পর এক ছবি পোস্ট করে সকাল থেকে এমনিতেই সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা বাড়িয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ে মালতি মেরি এবং স্বামী নিক জোনাসের সঙ্গে ছুটি কাটাচ্ছেন নায়িকা। পরনে বিকিনি নায়িকার। প্রমোদতরীতে স্বামীর বাহুলগ্না হয়ে রোদ পোহাচ্ছেন অভিনেত্রী। এই ছবিই শনিবার রীতিমতো ভাইরাল সমাজমাধ্যমের পাতায়। এই ছবির মাঝেই নায়িকার শরীরের এই গোপন ট্য়াটু খুঁজে পেল অনুরাগীরা।

ফ্রান্সে প্রিয়াঙ্কার রোম্যান্টিক হলিডে, হঠাত্‍ই প্রকাশ্যে গোপন ট্যাটু
| Edited By: | Updated on: Sep 14, 2024 | 7:35 PM
Share

একের পর এক ছবি পোস্ট করে সকাল থেকে এমনিতেই সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা বাড়িয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। মেয়ে মালতি মেরি এবং স্বামী নিক জোনাসের সঙ্গে ছুটি কাটাচ্ছেন নায়িকা। পরনে বিকিনি নায়িকার। প্রমোদতরীতে স্বামীর বাহুলগ্না হয়ে রোদ পোহাচ্ছেন অভিনেত্রী। এই ছবিই শনিবার রীতিমতো ভাইরাল সমাজমাধ্যমের পাতায়। এই ছবির মাঝেই নায়িকার শরীরের এই গোপন ট্য়াটু খুঁজে পেল অনুরাগীরা।

এত দিন সবাই দেখেছেন নায়িকার হাতের কবজিতে লেখা ‘ড্যাডিজ লিটল গার্ল’। ২০১৩ সালে বাবার মৃত্যুর ঠিক এক বছর আগে এই ট্যাটুটি করেছিলেন অভিনেত্রী। তাঁর সেই ট্যাটু নিয়ে বেশ হইচইও হয়েছিল। এবার আরও এক নতুন ট্যাটু করালেন তিনি। না স্বামী এই ট্যাটুতে অবশ্য স্বামী নিকের নাম লেখেননি। তাহলে নায়িকার এই নতুন ট্যাটুর অর্থ কী? নিজের ডান হাতে এবার মেয়ের মুখ আঁকলেন নায়িকা।

এই মুহূর্তে ফ্র্যান্সে ছুটি কাটাচ্ছেন প্রিয়াঙ্কা এবং নিক। সঙ্গে রয়েছে তাঁদের আদরের কন্যাও। একগুচ্ছ ছবি সেখান থেকে ভাগ করে নিয়েছেন। কখনও মেয়ে মালতি মায়ের চুল নিয়ে খেলা করছে। কখনও নিকের সঙ্গে রোম্যান্টিক ছবি পোস্ট করছেন। কখনও আবার ইয়টে বসে পানাহার সারছেন। অনুরাগীরা অনেকেই ছবির মন্তব্য বাক্সে লিখেছেন , “আরে ওটা মালতির মুখ নাকি!” তার উত্তরে আর এক অনুসরণকারী লিখেছেন, “হ্যাঁ, গত এক বছর ধরেই ওটা রয়েছে প্রিয়ঙ্কার হাতে।” উল্লেখ্য, কিছু দিন আগে ভাইয়ের বিয়ে উপলক্ষে মুম্বই এসেছিলেন নায়িকা। সে বার অবশ্য নিক এবং তাঁর মেয়ে আসেনি ভারতে।