Vikram Bhatt Arrested: ভয়ঙ্কর অভিযোগ, রাজস্থান থেকে পুলিশ এসে গ্রেফতার করল পরিচালক বিক্রম ভাট ও তাঁর স্ত্রীকে

Vikram Bhatt Arrest News: বিক্রম ভাটের দাবি, 'বিরাট' নামের ওই সিনেমা শেষ হওয়ার আগেই তা থামিয়ে দেন ডঃ মুর্দিয়া এবং টাকা দেওয়াও বন্ধ করে দেন। টেকনিশিয়ানদের প্রায় ২৫০ কোটি টাকা বকেয়া। সেই টাকা আদায় করতে বারবার ফোনও করেছেন।

Vikram Bhatt Arrested: ভয়ঙ্কর অভিযোগ, রাজস্থান থেকে পুলিশ এসে গ্রেফতার করল পরিচালক বিক্রম ভাট ও তাঁর স্ত্রীকে
গ্রেফতার বিক্রম ভাট।Image Credit source: X

|

Dec 08, 2025 | 7:13 AM

মুম্বই: গ্রেফতার জনপ্রিয় পরিচালক বিক্রম ভাট। রাজস্থান পুলিশের হাতে গ্রেফতার বিক্রম ভাট ও তাঁর স্ত্রী শ্বেতাম্বরী ভাট। ইতিমধ্যেই পুলিশ তাদের হেফাজতে নিয়েছে এবং মেডিক্যাল টেস্ট করানো হয়েছে। তাদের ট্রানজিট রিমান্ডে উদয়পুরে নিয়ে যাওয়া হবে।

৩০ কোটি টাকার প্রতারণা মামলায় বিক্রম ভাট ও তাঁর স্ত্রী শ্বেতাম্বরী ভাটকে রবিবার গ্রেফতার করে রাজস্থান পুলিশ। অভিযোগ, উদয়পুরের ইন্দিরা গ্রুপ অব কোম্পানির মালিক ডঃ অজয় মুর্দিয়ার সঙ্গে আর্থিক প্রতারণা করেছেন বিক্রম ভাট ও তাঁর স্ত্রী। পুলিশ এর আগেও এই মামলায় ছয় জন অভিযুক্তের কাছে নোটিস পাঠিয়েছিল। ৮ ডিসেম্বরের আগে হাজিরা দিতে বলা হয়েছিল। হাজিরা না দেওয়ার পরই গ্রেফতার করা হয় বিক্রম ভাট ও তাঁর স্ত্রীকে।

এফআইআর হওয়ার পরই বিক্রম ভাট জানিয়েছিলেন যে একটি প্রস্তাবিত বায়োপিক তৈরির প্রজেক্টকে কেন্দ্র করেই প্রতারণার অভিযোগ আনা হয়েছে। যা যা অভিযোগ করা হয়েছে, সব মিথ্যা, ভিত্তিহীন। ভুয়ো নথি দেখিয়ে পুলিশকে ভুল বোঝানো হয়েছে বলেও দাবি করেছিলেন তিনি।

যিনি এফআইআর করেছেন, তিনি ইন্দিরা আইভিএফের প্রতিষ্ঠাতা ডঃ অজয় মুর্দিয়া। এফআইআরে ডঃ মুর্দিয়া উল্লেখ করেছেন যে বিক্রম ভাট প্রতিশ্রুতি দিয়েছিলেন তাঁর প্রয়াত স্ত্রীর জীবনের উপরে ভিত্তি করে সিনেমা বানাবেন। দেশে আইভিএফের পথচলার কাহিনি তুলে ধরবে ওই সিনেমা। মুক্তি পেলে ২০০ কোটির ব্যবসা করবে এই সিনেমা। বিক্রম ভাটের কথায় বিশ্বাস করেই চিকিৎসক সিনেমায় বিনিয়োগ করতে রাজি হন।

এদিকে বিক্রম ভাটের দাবি, ‘বিরাট’ নামের ওই সিনেমা শেষ হওয়ার আগেই তা থামিয়ে দেন ডঃ মুর্দিয়া এবং টাকা দেওয়াও বন্ধ করে দেন। টেকনিশিয়ানদের প্রায় ২৫০ কোটি টাকা বকেয়া। সেই টাকা আদায় করতে বারবার ফোনও করেছেন। তিনি দাবি করেন, ওই বকেয়া টাকা দেওয়া এড়াতেই প্রতারণার অভিযোগ আনা হয়েছে তাঁর ও বাকিদের বিরুদ্ধে।

৫৬ বছর বয়সী পরিচালক জানিয়েছেন, তিনি তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করবেন এবং নিজের বক্তব্যের স্বপক্ষে প্রমাণও দেবেন।