AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোন নায়কের নামে এখনও সিঁথিতে সিঁদুর দেন রেখা?

Rekha: রেখা। নামটাই যথেষ্ট। এই নাম শুনলে হাজার ভোল্টের কারেন্ট খেলে যায় পুরুষ হদয়ে। জানেন কি, রেখার জীবনের সিক্রেট কী? কেমন পুরুষ তাঁর মনে ধরে? এই প্রশ্নের জবাব রেখা দিয়েছিলেন ১৯৯৬ সালে। এখনকার মতো তখনও তাঁর ক্রেজ় ছিল লক্ষণীয়।

কোন নায়কের নামে এখনও সিঁথিতে সিঁদুর দেন রেখা?
| Edited By: | Updated on: Dec 06, 2024 | 9:26 PM
Share

রেখা। নামটাই যথেষ্ট। এই নাম শুনলে হাজার ভোল্টের কারেন্ট খেলে যায় পুরুষ হদয়ে। জানেন কি, রেখার জীবনের সিক্রেট কী? কেমন পুরুষ তাঁর মনে ধরে? এই প্রশ্নের জবাব রেখা দিয়েছিলেন ১৯৯৬ সালে। এখনকার মতো তখনও তাঁর ক্রেজ় ছিল লক্ষণীয়। রেখা জানিয়েছিলেন, তিনি কী ধরনের প্রেমিক পছন্দ করেন।

অভিনেত্রী দিয়েছিলেন অতি সহজ উত্তর। রেখা বলেছিলেন, “সৎ, কর্মঠ, সেন্স অফ হিউমার, লোকের সঙ্গে মেশার ক্ষমতা আছে এমন পুরুষ আমার ভাল লাগে।” বহুবার বিয়ে করেও অসফল হয়েছেন রেখা। নানা কটাক্ষের সম্মুখীন হয়েছেন। তাঁর সঙ্গে নাম জড়িয়েছে অমিতাভ বচ্চনের।

‘সিলসিলা’ ছবিতে অভিনয় করার সময় রটেছিল, অমিতাভের সঙ্গে নাকি পরকীয়ায় জড়িয়েছেন রেখা। রেখাও নানা সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি অমিতাভকে অসম্ভব ভালবাসেন। তবে অমিতাভের থেকে সেইভাবে কখনওই কিছু শোনা যায়নি। রেখা কপালে সিঁদুরও পরেন। কিন্তু তা কার জন্য, তা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। রেখা যদিও আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, তিনি সিঁদুর পরেন ফ্যাশনের কারণে। কারও জন্য নয়। অভিনেত্রী অবশ্য প্রকাশ্যে স্বীকার করেছেন যে তিনি বিগ বি’র প্রেমে পাগল ছিলেন। তা বলতে কোনও লজ্জা নেই তাঁর। বলাইবাহুল্য, বয়স তাঁর যতই হোক না কেন, এখনও পুরুষহৃদয়ে আগুন ধরিয়ে দিতে পারেন রেখা। তাঁর প্রেমে হাবুডুবু খান অনেকেই।