আধপোড়া মহিলার মুখ! সত্যি হয়ে গেল সোহমের স্বপ্ন, মাঝরাতে হাড়হিম মুহূর্ত

Soham Chakraborty: অনেকেই বলে থাকেন আত্মা আবার হয় নাকি। ভূত-প্রেতে যাঁরা বিশ্বাস করেন তাঁদের আবার প্রকাশ্যে অনেক সময় হেনস্থাও হতে হয়। কিন্তু জানেন কি শহরের এমন অনেক তাবড় তাবড় ব্যক্তিত্ব রয়েছেন যাঁরা বিশ্বাস করেন অশরীরি আছে।

আধপোড়া মহিলার মুখ! সত্যি হয়ে গেল সোহমের স্বপ্ন, মাঝরাতে হাড়হিম মুহূর্ত
Follow Us:
| Edited By: | Updated on: Jan 15, 2025 | 8:35 PM

অনেকেই বলে থাকেন আত্মা আবার হয় নাকি। ভূত-প্রেতে যাঁরা বিশ্বাস করেন তাঁদের আবার প্রকাশ্যে অনেক সময় হেনস্থাও হতে হয়। কিন্তু জানেন কি শহরের এমন অনেক তাবড় তাবড় ব্যক্তিত্ব রয়েছেন যাঁরা বিশ্বাস করেন অশরীরি আছে। সেই তালিকায় যেমন রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তেমনই আবার সেই তালিকায় আছেন অভিনেতা সোহম চক্রবর্তী। একবার তো কোনও মতে প্রাণে বেঁচেছিলেন নায়ক। কী ঘটেছিল? ‘দাদাগিরি’র মঞ্চে এসে সেই কথাই শোনান নায়ক। সৌরভ যে প্রেআত্মা, ভূতে বিশ্বাস করেন সে কথা তিনি আগে অনেক বার বলেছেন। তবে সোহম যে কাহিনি শুনিয়েছিলেন তা শুনলে গা শিউরে উঠবে। তখন তিনি যেখানে থাকতেন সেই ফ্ল্যাটের গল্প।

অনেকেই প্রথমে ভাবতে পারেন কোনও সিনেমার প্লট বুঝি। কিন্তু তা তো একেবারেই নয়। সবটাই সত্যি। সোহম বলেন, “হ্যাঁ,ভূত আছে। নিজের অভিজ্ঞতা থেকে বলছি। তখন আমি যে ফ্ল্যাটে থাকতাম রাতে শুলেই অদ্ভত একটা অনুভব হত। খালি দেখতাম একটা পোড়া মুখ আমার দিকে তাকিয়ে আছে। ঘরে বসে থাকলে মনে হত আমার দরজার বাইরে দাড়িয়ে আছে। শেষে একদিন একজনের সঙ্গে যোগাযোগ করি। যিনি এই সব ভূত-প্রেত আত্মা নিয়ে চর্চা করে। সে এসেই বলেছিল যে সমস্যা আছে। তার পর জানতে পেরেছিলাম ওই বাড়িতে আগে কেউ পুড়ে মারা গিয়েছিলেন। তার পর আর ওই বাড়িতে থাকিনি।” সোহমের এমন কাহিনি শুনে বাকিরাও রীতিমতো ভয় পেয়েছিলেন।