কোন নায়িকার প্রেমে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছাড়েন শানু? পরিণতি ভয়ঙ্কর

Kumar Sanu: ইন্ডাস্ট্রিতে পা রাখার পর রীতা ভট্টাচার্যকে বিয়ে করেন কুমার শানু। ভালই চলছিল সংসার। হয় দুই ছেলে জেসি এবং জিকোও। তবে জানের কথায়, যখন তিনি মায়ের গর্ভে তখনই স্ত্রী একা ফেলে চলে যান গায়ক।

কোন নায়িকার প্রেমে অন্তঃসত্ত্বা স্ত্রীকে ছাড়েন শানু? পরিণতি ভয়ঙ্কর
Follow Us:
| Updated on: Feb 18, 2024 | 7:05 PM

বি-টাউনের অভিধানে পরকীয়া কোনও নতুন শব্দ নয়। অতীত থেকে বর্তমান– বিবাহবহির্ভূত সম্পর্কে জড়াতে দেখা গিয়েছে গায়ক থেকে নায়ক এমনকি পরিচালক-প্রযোজককেও। এমনই এক গসিপ রয়েছে বাঙালির আবেগ কুমার শানুকে ঘিরে। শোনা যায় ৯০ দশকের এক সুন্দরী নায়িকার প্রেমে বুঁদ হয়ে নিজের গর্ভবতী স্ত্রীকেও নাকি ছেড়ে দিয়েছিলেন তিনি। তাঁর প্রথম পক্ষের ছেলে জান কুমার শানু নানা সাক্ষাৎকারে দাবি করেছেন এমনটাই।

ইন্ডাস্ট্রিতে পা রাখার পর রীতা ভট্টাচার্যকে বিয়ে করেন কুমার শানু। ভালই চলছিল সংসার। হয় দুই ছেলে জেসি এবং জিকোও। তবে জানের কথায়, যখন তিনি মায়ের গর্ভে তখনই স্ত্রী একা ফেলে চলে যান গায়ক। জানের কথায়, “আমার কাছে আমার মা আমার বাবা-মা দুই-ই। ভালবাসার সংজ্ঞা যদি আমায় জিজ্ঞাসা করা হয়, তবে আমি বলব আমি কিছুটা আমার মায়ের মতো। আমার মতে ভালবাসা একজনের সঙ্গেই হওয়া উচিৎ। আমি আমার মায়ের মতো।” এখানেই না থেমে জান আরও বলেন, “আমার মা যখন ছয় মাসের অন্তঃসত্ত্বা তখন ওদের ছাড়াছাড়ি হয়। তারপর থেকে মা-ই আমাকে একা হাতে মানুষ করেছে।”

কেন চলে গিয়েছিলেন শানু? শোনা যায়, সে সময় গায়ক নাকি মীনাক্ষী শেষাদ্রির প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। সেই খবর এসে পৌঁছয় তাঁর তৎকালীন স্ত্রীর কাছেও। শুরু হয় অশান্তি। আর সে কারণেই এই বিচ্ছেদ।শোনা যায়, শানুর প্রথম স্ত্রীও চুপ করে থাকেননি। স্বামীর পরকীয়ার কথা জানিয়েও দিয়েছিলেন সকলকে। সিনেপাড়ায় ‘ইমেজ’ বড় দায়! তাতে আঘাত পড়তেই মীনাক্ষীর কেরিয়ারেও পড়ে তাঁর প্রভাব। একদা জনপ্রিয় নায়িকাকে দাগিয়ে দেওয়া হয় ‘হোম ব্রেকার’ হিসেবেও। সম্পর্ক ভেঙে যায় শানুর সঙ্গে। পরবর্তীতে অতীত ভুলে ফের বিয়ে করেন মীনাক্ষী। বিয়ে করে শানুও। সালোনি ভট্টাচার্য এখন তাঁর স্ত্রী। তাঁদের দুই মেয়েও রয়েছে। নাম শ্যানন ও অ্যানা।