AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দেবী দুর্গা রূপে ইধিকা পাল, টিজারেই বাজিমাত টলিউড ‘কিশোরী’র!

সবচেয়ে বড় উৎসব। কলকাতা শহর থেকে রাজ্যের নানা জায়গার নামী মণ্ডপে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু। তবে শুধুই মণ্ডপে নয়। মহালয়ার সকালে টিভি পর্দায় মহালয়া অনুষ্ঠানে কে সাজবে দুর্গার অবতার, তা দেখার জন্যও দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। আর আগ্রহকেই তিনগুন বাড়িয়ে দিল ইধিকার দুর্গা অবতার।

দেবী দুর্গা রূপে ইধিকা পাল, টিজারেই বাজিমাত টলিউড 'কিশোরী'র!
| Updated on: Aug 09, 2025 | 7:38 PM
Share

আকাশ মেঘলা। ঝরছে শ্রাবণ। কিন্তু বাঙালির চোখ ক্য়ালেন্ডারের দিকে। কারণ, হাতে মাত্র আর কয়েকটা দিন। ধরিত্রীতে রাখবেন দেবী দুর্গা। বাঙালির সবচেয়ে বড় উৎসব। কলকাতা শহর থেকে রাজ্যের নানা জায়গার নামী মণ্ডপে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু। তবে শুধুই মণ্ডপে নয়। মহালয়ার সকালে টিভি পর্দায় মহালয়া অনুষ্ঠানে কে সাজবে দুর্গার অবতার, তা দেখার জন্যও দর্শকদের আগ্রহ থাকে তুঙ্গে। আর আগ্রহকেই তিনগুন বাড়িয়ে দিল ইধিকার দুর্গা অবতার।

জি বাংলার মহালয়ার অনুষ্ঠান ‘জাগো মা জাগো দুর্গা’ এবার দুর্গা রূপে দেখা যাবে ইধিকা পালকে। কয়েক মাস আগে খাদান ছবিতে দেবের নায়িকা হয়ে কিশোরী গানে যে ইধিকা মন জিতে ছিলেন সেই ইধিকাই এবার দুর্গা অবতারে। প্রকাশ্যে এল সেই অনুষ্ঠানেরই টিজার। আর টিজারেই বাজিমাত করলেন ইধিকা পাল। জি বাংলার এবারের মহালয়া অনুষ্ঠান যে একেবারে নতুন ধরনের হতে চলেছে, তাঁর ইঙ্গিত পাওয়া গেল এই টিজারেই।

টেলিপর্দা থেকেই ইধিকার অভিনয়ের যাত্রা শুরু। তারপর দুই বাংলার সুপারস্টারদের সঙ্গে একের পর এক কাজ। কখনও শাকিবের প্রিয়তমা, বরবাদ। কখনও আবার দেবের সঙ্গে খাদান। খুব শীঘ্রই মুক্তি পাবে সোহমের সঙ্গে জুটি বেঁধে বহুরূপ। তার মাঝেই দুর্গা অবতারে চমক দিলেন ইধিকা।