AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কেবলমাত্র টাকার জন্য কোন কাজ করতে রাজি হয়েছিলেন ইরফান খান

বলিউডের অভিনেতা প্রযোজক সুস্মিতা মুখোপাধ্যায় একটি পডকাস্টে এসে ইরফান খান সম্পর্কে কিছু অজানা তথ্য জানালেন। সুস্মিতা বলেন...

কেবলমাত্র টাকার জন্য কোন কাজ করতে রাজি হয়েছিলেন ইরফান খান
| Edited By: | Updated on: Apr 17, 2025 | 8:04 PM
Share

ইরফান খান, এই নামটা শুনলেই দর্শকদের চোখের সামনে ভেসে ওঠে একের পর এক চরিত্র। তিনি হঠাৎ করেই জীবনকে ফাঁকি দিয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। তাঁর এই চলে যাওয়া মেনে নিতে পারেনি তাঁর পরিবার থেকে দর্শক মহল। তাই বলিউডের বহু অভিনেতার আলোচনায় মাঝে মধ্যেই উঠে আসে তাঁর কাহিনি।

বলিউডের অভিনেতা প্রযোজক সুস্মিতা মুখোপাধ্যায় একটি পডকাস্টে এসে ইরফান খান সম্পর্কে কিছু অজানা তথ্য জানালেন। সুস্মিতা বলেন, “ইরফানের সঙ্গে আমার অদ্ভুত এক সম্পর্ক ছিল, ফিল্ম ইনস্টিটিউটে আমার থেকে কয়েক বছরের জুনিয়র ছিল, প্রথমে খুব বেশি চিনতাম না। তবে ওর মধ্যে একটা অভিনয়ের খিদে প্রথম থেকেই ছিল।”

তিনি আরও বলেন, “সেই সময় ইরফান খান প্রসিদ্ধ হননি, মুম্বইয়ের আন্ধেরি ইষ্ট-এ যেখানে সব স্টাগলাররা থাকতেন একসঙ্গে। সেখানেই একটা অন্ধকার ঘরে রোগা, কালো মতো একটি ছেলে থাকতো, ঘন ঘন ধূমপান করত। সেখান থেকেই একটু একটু করেই এগিয়ে ছিল ওঁর কেরিয়ার। আমার স্পষ্ট মনে আছে, ‘প্রথা’ ধারাবাহিকে ইরফানকে সুযোগ দেওয়া হয়েছিল, তবে খুব খুশি ছিল না ইরফান। আসলে ও খুব বেশি তর্ক করত সব কিছু নিয়ে। এরপর ‘রাজপথ’ ধারাবাহিকে কাজ দেওয়া হয়, মনে রাখতে হবে সেই সময় ওঁকে প্রতিদিন পঁচিশ হাজার টাকা পারিশ্রমিক দেওয়া হতো। যেটা মোটেও কম ছিল না। তবুও দেখতাম ইরফান মনযোগ দিত না সেই চরিত্রে অভিনয়ের ক্ষেত্রে। আসলে তখন থেকেই ও সিনেমায় অভিনয় করতে চাইত। ও একবার বলেছিল, আসলে টাকার জন্যই এই চরিত্রগুলোতে রাজি হয়েছিল ইরফান খান।”