AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘আমি জুন আন্টির মতো নই,’ হঠাৎ কেন এমন কথা বিদীপ্তার মুখে?

Bidipta Chakraborty: সম্প্রতি 'তুঁতে' সিরিয়ালটিতে দারুণ বদমাইশ এক খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী বিদীপ্তা চক্রবর্তী। এমন এক 'আন্টি' হয়েছিলেন, যে সূচ হয়ে ঢুকে ফাল হয়ে বেরোয়। অভিনেতা বিপ্লবকেতন চক্রবর্তীর বড় মেয়ে বিদীপ্তা। খুব একটা বদমাইশের চরিত্রে তাঁকে দেখা যায় না। সিনেমা-সিরিয়াল-ওয়েব সিরিজ়ে জমিয়ে অভিনয় করেন। সেই বিদীপ্তাকেই এবার 'জল থৈ থৈ ভালবাসা' সিরিয়ালে এক নতুন চরিত্রে দেখছেন দর্শক। তিনিই কি তা হলে সিরিয়ালের নতুন 'জুন আন্টি'?

'আমি জুন আন্টির মতো নই,' হঠাৎ কেন এমন কথা বিদীপ্তার মুখে?
'জুন আন্টি' ঊষসী চক্রবর্তী এবং বিদীপ্তা চক্রবর্তী।
| Updated on: Jan 18, 2024 | 12:30 PM
Share

জনপ্রিয় ‘শ্রীময়ী’ ধারাবাহিকের খলনায়িকা জুন আন্টির কথা মনে আছে? অভিনেত্রী ঊষসী চক্রবর্তী সেই চরিত্রে অভিনয় করেছিলেন। চরিত্রটি যথেষ্ট জনপ্রিয় হয়েছিল তার ‘ট্রেডমার্ক’ বদমায়েশির জন্য। শ্রীময়ীর (অভিনেত্রী ইন্দ্রাণী হালদার অভিনয় করেন সেই চরিত্রে) স্বামী অনিন্দ্য সেনগুপ্তর (অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় অভিনয় করেন ওই চরিত্রে) প্রেমিকার চরিত্রে ঊষসীকে দেখা যায় সেই ধারাবাহিকে। শুরুর দিকে ভাল হলেও, পরবর্তীতে সেই ‘জুন আন্টি’ই মারাত্মক শয়তানি করত। চরিত্রটা এতটাই জনপ্রিয় হয়েছিল যে, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর প্ল্যাকার্ড লেখা হয়, ‘অমিত শাহ, তুমি জুন আন্টির চেয়েও খারাপ।’ ধারাবাহিকের লেখিকা ছিলেন লীনা গঙ্গোপাধ্যায়।

সেই লীনা গঙ্গোপাধ্যায়েরই নতুন সিরিয়াল ‘জল থৈ থৈ ভালবাসা’র সম্প্রচার শুরু হয়েছে গত বছর ২৫ সেপ্টেম্বর থেকে। তাতে মুখ্য ভূমিকায় রয়েছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। চরিত্রের নাম কোজাগরী বসু। অধ্যাপক স্বামী উদ্দালোক বসুর চরিত্রে চন্দন সেন। সেই চন্দন সেনের বিশেষ বান্ধবী অপরাজিতার চরিত্রে অভিনয় করছেন বিদীপ্তা। আবির্ভাবেই কোজাগরীকে নানা কথা শুনিয়েছে সেই অপরাজিতা। ঠেস মারা কথা। ঠিক যেমন জুন আন্টি কথা শোনাত শ্রীময়ীকে। বিদীপ্তাই কি তবে বাংলা টেলিভিশনের ‘নতুন’ জুন আন্টি?

এ ব্যাপারে বিদীপ্তা যদিও TV9 বাংলাকে বলেছেন, “একেবারেই আমি জুন আন্টির মতো নই। আমি খলনায়িকাও নই এই সিরিয়ালে। ‘তুঁতে’তে হয়েছিলাম, কারণ একটু খারাপ হতে ইচ্ছে করেছিল আমার। কিন্তু ‘জল থৈ থৈ ভালবাসা’য় আমি খারাপ মানুষ নই একেবারেই। ওটা লীনা গঙ্গোপাধ্যায়ের সিরিয়াল বুঝলেন। চরিত্রের ট্রিটমেন্টই আলাদা।” ‘কুসুমদোলা’, ‘ওগো বধূ সুন্দরী’, ‘ইষ্টিকুসুম’, ‘জল নূপুর’-এর মতো একের পর এক সিরিয়ালে দাপটের সঙ্গে অভিনয় করা বিদীপ্তার সংযোজন, “প্রথম-প্রথম একটা দু’টো এপিসোড দেখে যদিও তেমনই ধারণা হতে পারে দর্শকের। কিন্তু বিশ্বাস করুন, আমি মোটেই খারাপ নই। একটা মোচড় আছে চরিত্রটায়। সে কিন্তু খুবই মজাদার। ধীরে-ধীরে সেটা দর্শক বুঝতে পারবেন। আর সেটাই হবে সারপ্রাইজ়।” আপাতত সেই সারপ্রাইজ়ের অপেক্ষাতেই থাকুন আপনি, থুড়ি, দর্শক।