পূর্বজন্মে বাঙালি নায়িকা হয়ে জন্মেছিলেন শাহরুখ!জ্যোতিষী বলে দিলেন বাদশার অতীত?
Shah Rukh Khan: বিশ্বের অন্যতম ধনী অভিনেতার তালিকায় প্রথম পাঁচেই রয়েছে শাহরুখ খানের নাম। অভিনেতা হিসাবে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করলেও তিনি এখন বলিউডের অন্যতম প্রথম সারির প্রযোজক। তাঁর একটি ক্রিকেট দল আছে। ছোটবেলা থেকে অনেক করেই বেড়ে ওঠা তাঁর। অনেক ছোট বয়সেই মা-বাবাকে হারিয়েছেন। জানেন কি পূর্বজন্মে নায়িকা ছিলেন তিনি?

বিশ্বের অন্যতম ধনী অভিনেতার তালিকায় প্রথম পাঁচেই রয়েছে শাহরুখ খানের নাম। অভিনেতা হিসাবে ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করলেও তিনি এখন বলিউডের অন্যতম প্রথম সারির প্রযোজক। তাঁর একটি ক্রিকেট দল আছে। ছোটবেলা থেকে অনেক করেই বেড়ে ওঠা তাঁর। অনেক ছোট বয়সেই মা-বাবাকে হারিয়েছেন। অনেক সাক্ষাত্কারেই তিনি বলে থাকেন যে তাঁর মনে হয় মা-বাবা ওপর থেকে তাঁকে দেখছে। তাই তাঁর কোনও ক্ষতি হতেই পারে না।
শাহরুখ আরও একটি কথা বলেন, সাফল্য পাওয়ার পর তাঁর মতো পরিশ্রম আর কেউ করতে পারবে না। ছোটবেলায় তাঁর কোনও বাড়ি ছিল না তাই বাদশার জীবনে একটাই লক্ষ্য ছিল যেন তাঁর সন্তানদের মাথার উপর ছাদ থাকে। মুম্বইয়ের অন্যতম বিলাসবহুল প্রাসাদ এখন তাঁর। অনেকেই ভাবেন ঠিক কোনও গ্রহ, তিথিতে জন্মালে এমন ভাগ্য তৈরি হয়। শোনা যায়,ইন্ডাস্ট্রির প্রায় সব তারকারাই জ্যোতিষে বিশ্বাস করেন। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে সঞ্চালিকা এমনই এক জ্যোতিষিকে প্রশ্ন করছেন কোনও ব্যক্তির পূর্ব জন্ম সম্পর্কে তিনি কিছু বলতে পারবেন কিনা।
তখন সেই ব্যক্তি জানান শাহরুখ খান পূর্ব জন্মে কে ছিলেন তা তিনি দেখেছেন। সেই ব্যক্তি ভিডিয়োয় বলেন, “শাহরুখ খান পূর্বজন্মে এক বাঙালি নায়িকা ছিলেন। আগের জন্মে বাঙালি অভিনেত্রী সাধনা বসু ছিলেন শাহরুখ। তিনি নৃত্যশিল্পী হিসাবে খুবই নাম করেছিলেন। তাই শাহরুখের সঙ্গে কলকাতার একটা নিবিড় যোগ রয়েছে।” তবে ইন্টারনেট বলছে অন্য কথা। সাধনা বসুর মৃত্যু হয়েছে শাহরুখের জন্মের অনেক পরে। কিং খানের জন্ম সাল হল ১৯৬৫। অন্য দিকে ইন্টারনেটে পাওয়া তথ্য অনুযায়ী সাধনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ১৯৭৩ সালে। যখন শাহরুখের আট বছর বয়স। তাহলে পূর্বজন্মে অভিনেতা কী ভাবে সাধনা হতে পারেন? তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ভাইরাল সেই রিল ভিডিয়ো।
