Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

দাউ-দাউ করে জ্বলছে জ্যাকলিনের অ্যাপার্টমেন্ট, ভিডিয়ো ঘিরে উদ্বেগ

Jacqueline Fernandez: জ্যাকলিন এখন সুকেশ প্রসঙ্গে থেকে বেরিয়ে আসতে চান। তিনি কেরিয়ারে আবারও আগের মতোই কাজ করে যেতে যান। বর্তমানে যে পরিস্থিতি দিয়ে যাচ্ছেন তিনি, তাতে বারবার জ্যাকলিনকে বলতে শোনা গিয়েছে, তাঁকে যেভাবে সকলে সাপোর্ট করছেন, যেভাবে তাঁকে ভালবাসছেন, তাতে তিনি ধন্য।

দাউ-দাউ করে জ্বলছে জ্যাকলিনের অ্যাপার্টমেন্ট, ভিডিয়ো ঘিরে উদ্বেগ
Follow Us:
| Edited By: | Updated on: Mar 07, 2024 | 10:31 AM

জ্যাকলিন ফার্ণান্দেজ, বর্তমানে তিনি কেরিয়ারে কামব্যাক করতে মরিয়া। কনম্যান সুকেশের সঙ্গে তাঁর নাম জড়াতেই তা নিয়ে জল্পনা তুঙ্গে ওঠে। এরপর থেকেই বলিউডের সঙ্গে বাড়ে তাঁর দূরত্ব। হাতে নেই ছবি, নেই কোনও কাজের প্রস্তাব। যদিও ছোটখাটো বেশ কয়েকটি কনসার্টে তাঁকে যোগ দিতে দেখা যাচ্ছে। এবার আরও এক বিপত্তির মুখে তিনি। শেষ বছরে অর্থাৎ ২০২৩ সালে জ্যাকনিল তাঁর নতুন বাড়িতে স্থানান্তরিত হয়েছে। মুম্বইয়ের পালি হিলে এখন তাঁর বাস। সেখানেই রণবীর কাপুর থেকে শুরু করে সেইফ আলি খানের বাড়ি রয়েছে। এবার সেখানেই দেখা গেল আগুন। কিছু মানুষ তা লক্ষ্য করেই খবর দেয় দমকল বাহিনীকে। বুধবার ঘটে এই অঘটন। যদিও প্রাথমিকভাবে জানা যায়নি, কীভাবে আগুন লাগে ও তিনি ভেতরে ছিলেন না বাইরে। যদিও কিছুজন দাবি করেন, বর্তমানে জ্যাকলিন দুবাইতে রয়েছে কিছু কাজের সূত্রে। ফলে তিনি বাড়ির ভেতরে ছিলেন না।

ভিডিয়ো দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় কমেন্ট বক্রে অভিনেত্রীকে নিয়ে বাড়ে উদ্বেগ। সকলেই তাঁর বাড়ির অন্দরমহলের ক্ষয় ক্ষতি নিয়ে চিন্তা প্রকাশ করেন। যদিও আগুন লাগে অ্যাপার্টমেন্টের ১৪ তলায়। ঠিক তার ওপরেই জ্যাকলিনের ফ্ল্যাট। তিনি থাকেন ১৫ তলায়। দ্রুত দমকল এসে পরিস্থিতি সামল দেন।

প্রসঙ্গত জ্যাকলিন এখন সুকেশ প্রসঙ্গে থেকে বেরিয়ে আসতে চান। তিনি কেরিয়ারে আবারও আগের মতোই কাজ করে যেতে যান। বর্তমানে যে পরিস্থিতি দিয়ে যাচ্ছেন তিনি, তাতে বারবার জ্যাকলিনকে বলতে শোনা গিয়েছে, তাঁকে যেভাবে সকলে সাপোর্ট করছেন, যেভাবে তাঁকে ভালবাসছেন, তাতে তিনি ধন্য।