In Depth on Jai-Veeru : জয়-বীরু কি সমকামী?
In Depth on Sholey: এই সব চরিত্রের মধ্যে উদাহরণ হিসাবে জয়-বীরুর জুটি নিয়ে যদি আমরা আলোচনা করি, একটা দারুণ তত্ত্ব উঠে আসছে। কেউ কেউ জয়-বীরুর জুটি শুধু মাত্র বন্ধুত্বের বেড়া জালে বাঁধতে চাইছেন না। তাঁদের মধ্যে গভীর বন্ধুত্ব তো রয়েছেই, কিন্তু বিচ্ছেদের বিরহ ধমনীর উপশিরায় বয়ে গিয়েছে এই দুই চরিত্রের মধ্যে।

উত্তম-সুচিত্রার সপ্তপদীর কৃষ্ণেন্দু-রিনা ব্রাউন, দিলীপ কুমার-মধুবালার মোঘল-ই-আজমের আনরকলি-সেলিম থেকে শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র রাজ-সিমরন, রুপোলি পর্দার স্বপ্নের জুটি এঁরা। ভারতীয় সিনেমায় এই সব জুটি চিরন্তন। এই জুটির বাইরেও আমরা বেশ কিছু চরিত্র দেখতে পাই, যাঁরা নায়ক-নায়িকা নন, অথচ তাঁদের মধ্যে বন্ধুত্ব, প্রেম, খুনসুটি, বিচ্ছেদ- সবই রয়েছে। সেই সব জুটিও কাল্ট। এই ধরুন, ‘শোলে’র জয়-বীরু, থ্রি ইডিয়টসের রাঞ্চো, রাজু, ফারহান কিংবা ‘দিল চাহতা হ্যায়’-এর আকাশ, সমীর ও সিদ্ধার্থ। এদের সম্পর্কের রসায়ন কেমন? এই নিয়ে বিস্তর আলোচনা হয় সিনেমা সমালোচকদের মধ্যে। এই সব চরিত্রের মধ্যে উদাহরণ হিসাবে জয়-বীরুর জুটি নিয়ে যদি আমরা আলোচনা করি, একটা দারুণ তত্ত্ব উঠে আসছে। কেউ কেউ জয়-বীরুর জুটি শুধু...
