রণবীর-জাহ্নবী এবার কন্ডোম পার্টনার! ক্যামেরার সামনে কী করবেন জুটি?
Ranbir Kapoor: একসময় বলিউডের রোমিও নামে যদি কেউ নজর কেড়ে নিয়েছিলেন, তাহলে তিনি হলেন, রণবীর কাপুর। অন্যদিকে, নানা কারণে খবরের শিরোনামে চলে আসছেন জাহ্নবী কাপুর। কখনও সাহসী ফটোশুট। কখনও প্রেম গুঞ্জন।
![রণবীর-জাহ্নবী এবার কন্ডোম পার্টনার! ক্যামেরার সামনে কী করবেন জুটি? রণবীর-জাহ্নবী এবার কন্ডোম পার্টনার! ক্যামেরার সামনে কী করবেন জুটি?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/rANBIR.jpg?w=1280)
একসময় বলিউডের রোমিও নামে যদি কেউ নজর কেড়ে নিয়েছিলেন, তাহলে তিনি হলেন, রণবীর কাপুর। সোনম কাপুর, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফ, নার্গিস ফকরি, বলিউডে এমন কেউ নেই যে, রণবীরের প্রেমের ফাঁদে পড়েছিল। তবে পরে আলিয়া ভাট তাঁর জীবনে আসতেই রণবীর ঘোর সংসারি। এখন তো মিষ্টি রাহার বাবাও তিনি। তবে রণবীরের সেই রঙিন ইমেজকে ভুলতে চাইছে না জনপ্রিয় কন্ডোম প্রস্তুতকারক সংস্থা। আর তাই তো তাঁদের নতুন বিজ্ঞাপনে রণবীর কাপুররেই চাই! উলটো দিকে, জাহ্নবী কাপুর।
ইদানিং নানা কারণে খবরের শিরোনামে চলে আসছেন জাহ্নবী কাপুর। কখনও সাহসী ফটোশুট। কখনও প্রেম গুঞ্জন। এই সংস্থা বলছে, জাহ্নবী এখন ইয়ং জেনারেশনের হার্টথ্রব। আর তাঁর শরীরী ভাষাও পুরুষদের মন জয় করার মতো। তাই জাহ্নবীর সংস্থার পছন্দ।
সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, রণবীর ও জাহ্নবীর কাছে অফারটি নিয়ে যাওয়া হয়েছে। তারকাদের কাছ থেকে সম্মতি পেলেই শুট শুরু হবে। অন্যদিকে জানা গিয়েছে, প্রথমে সানি লিওন এবং কার্তিক আরিয়ানের নাম এসেছিল। তবে সংস্থার মতে, সানি ও কার্তিকের পরিবর্তে নতুন মুখ রণবীর কাপুর ও জাহ্নবীই হওয়া উচিত।
এই খবরটিও পড়ুন
এই মুহূর্তে রামায়ণ ছবির শুটিংয়ে ব্যস্ত রণবীর কাপুর। অন্যদিকে চলছে অ্যানিম্যাল পার্ক ছবির কাজও। জাহ্নবী কাপুর এখন ব্যস্ত পরম সুন্দরী ছবির শুটিংয়ে। এই ছবিতে জাহ্নবী জুটি বাঁধছেন সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে।