AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jisshu Sengupta: ‘তুই ভিলেন হতে পারিস…’, জন্মদিনে যীশুকে খোলা চিঠি দিদি রাইয়ের

Viral Post: ভাইয়ের সেই লড়াই চোখের সামনে দেখেছেন অভিনেতার বোন রাই সেনগুপ্ত। কিছুই তাঁর অজানা নয়। তাই যীশুর জন্মদিনে লিখলেন এক খোলা চিঠি। আর সেখানেই উজার করে দিলেন ভাইয়ের প্রতি তাঁর স্নেহ। 

Jisshu Sengupta: 'তুই ভিলেন হতে পারিস...', জন্মদিনে যীশুকে খোলা চিঠি দিদি রাইয়ের
| Updated on: Mar 15, 2025 | 4:07 PM
Share

গত একবছর ধরেই বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে অভিনেতা যীশু সেনগুপ্তের নাম। বৈবাহিক সম্পর্কে ঝড় ওঠা থেকে শুরু করে পরকীয়ার জল্পনা, একাধিক কারণে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছেন অভিনেতা। যদিও তারই মাঝে ছন্দে ফেরার চেষ্টা চালিয়ে গিয়েছেন পুরো দমে। মুক্তি পেয়েছে খাদান, বর্তমানে বাংলার বুকে এক রিয়্যালিটি শোয়ের বিচারকও তিনি। থেমে থাকেননি যীশু কোনওদিন। কেরিয়ারের শুরু থেকে একাধিক ওঠাপড়ার গল্পে তিনি নায়ক হয়েছেন ঠিকই, তবে প্রতিবার তিনি ফিরে এসেছেন নতুন নতুন চরিত্র দর্শকদের উপহার দিতে। আর ভাইয়ের সেই লড়াই চোখের সামনে দেখেছেন অভিনেতার বোন রাই সেনগুপ্ত। কিছুই তাঁর অজানা নয়। তাই যীশুর জন্মদিনে লিখলেন এক খোলা চিঠি। আর সেখানেই উজার করে দিলেন ভাইয়ের প্রতি তাঁর স্নেহ।

এদিন সোশ্যাল মিডিয়ায় যীশুকে শুভেচ্ছা জানাতে লিখলেন, “সবসময় জানবে, কোনও শর্ত ছাড়াই আমি তোমার পাশে থাকব। আমরা ভাইবোন, তাই ঝগড়া হবে, আবার এটাও জানি যে, আমাদের সম্পর্ক ভেঙে দেবে এমন কেউ জন্ম নেয়নি। যে যাই বলুক, যার গল্পেই তুই ভিলেন হতে পারিস কিংবা হিরো… তুই একটুও বদলাবি না। তোর মতো মানুষ হতে গেলে অনেক পরিশ্রম লাগে। অনেক কষ্ট পেতে হয়। অনেক কাঁটা ভরা রাস্তা দিয়ে, ঝর ঝাপ্টা দিয়ে যেতে হয়। তুই কাঁটার মুকুট আগেও পরেছিস, আবারও পরলি। কিন্তু ছাই থেকে উঠে দাঁড়ানোর শিক্ষাটা আমাদের অভিভাবকদের থেকে পাওয়া। যীশুর দিদির পরিচয় পরিচিতি পেয়ে আমি গর্বিত। তুই আমার সন্তান, সারা জীবন আগলে রাখব। জন্মদিনের অনেক শুভেচ্ছা। উজ্জ্বল তারার থেকেও বেশি উজ্জ্বল হয়ে ওঠ। ঈশ্বর তোমায় আশীর্বাদ করুক।”