AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মুম্বইয়ে মেসির সঙ্গে সাক্ষাৎ করিনার, ফুটবল তারকার সামনেই দুই ছেলেকে নিয়ে কী ঘটালেন অভিনেত্রী?

রবিবার দুপুরে মা করিনার হাত ধরে মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে পৌঁছেছিলেন তৈমুর ও জেহ। মেসির পাশে দাঁড়িয়ে ছবি তো তুললেন করিনা, তৈমুর, জেহ। কিন্তু জেহর কাণ্ড দেখুন, মেসির দিকে অপলক তাকিয়ে থাকলেন। এমনকী, করিনা যখন মঞ্চ থেকে নামতে যাবেন, তখন জেহ মঞ্চ থেকে নামতে নারাজ।

মুম্বইয়ে মেসির সঙ্গে সাক্ষাৎ করিনার, ফুটবল তারকার সামনেই দুই ছেলেকে নিয়ে কী ঘটালেন অভিনেত্রী?
| Updated on: Dec 15, 2025 | 2:08 PM
Share

আগে থেকেই ছক কষে ফেলেছিলেন ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে দেখা করবেন করিনা কাপুর খান। আর করিনার এই সাক্ষাৎটা ছিল যে শুধুমাত্র তাঁর দুই ছেলে তৈমুর ও জেহের জন্য তা স্পষ্টই জানিয়ে ছিলেন করিনা। আর তাই আগে থেকেই পুরোটা প্ল্য়ান করে করিনা ঠিক পৌঁছে গিয়েছিলেন মেসি সাক্ষাতে।

বহু আগে এক সাক্ষাৎকারে করিনা বলেছিলেন, তাঁর দুই ছেলেই ফুটবলপ্রেমী। টিভিতে ফুটবল খেলা হলে, তৈমুর ও জেহকে টিভির সামনে থেকে সরানো খুবই কষ্টসাধ্য ব্যাপার। তার উপর দুজনেই নাকি মেসির দারুণ ফ্যান। বিশেষত তৈমুর নাকি মেসির খুব বড় ফ্যান। আর তৈমুরের আবদারেই মেসির সঙ্গে সাক্ষাতের আগে থেকেই ব্যবস্থা সেরে রেখেছিলেন করিনা। আর সেখানেই সইফ-করিনার ছোট ছেলে জেহ এমন কাণ্ড ঘটালেন, যা দেখে হতবাক খোদ করিনাও।

রবিবার দুপুরে মা করিনার হাত ধরে মুম্বইয়ের এক পাঁচতারা হোটেলে পৌঁছেছিলেন তৈমুর ও জেহ। মেসির পাশে দাঁড়িয়ে ছবি তো তুললেন করিনা, তৈমুর, জেহ। কিন্তু জেহর কাণ্ড দেখুন, মেসির দিকে অপলক তাকিয়ে থাকলেন। এমনকী, করিনা যখন মঞ্চ থেকে নামতে যাবেন, তখন জেহ মঞ্চ থেকে নামতে নারাজ। শেষমেশ, রীতিমতো জেহের হাত টেনে মঞ্চ থেকে নামিয়ে দিলেন করিনা। করিনা জানিয়েছেন, তৈমুরের থেকে বেশি দুষ্টু জেহ। ওকে সামলাতেই প্রাণ নাজেহাল পুরো নবাব বাড়ির। করিনা, তৈমুর ও জেহের এই ভিডিয়োই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।