আর্থিক ক্ষতির মুখে কার্তিক আরিয়ান, নিজেকে বাঁচাতে বড় সিদ্ধান্ত নিলেন নায়ক!
হিন্দি বক্স অফিসে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিটি রেকর্ড ব্যবসা করলেও, মুদ্রার উল্টো পিঠ দেখছে কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে অভিনীত ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু’। কর্ণ জোহরের প্রযোজনায় তৈরি এই ছবিটি বক্স অফিসে ৫০ কোটির গণ্ডিও পেরোতে পারেনি। বড় বাজেটের একের পর এক হিন্দি ছবি যেভাবে মুখ থুবড়ে পড়ছে, তাতে চিন্তার ভাঁজ পড়েছিল ইন্ডাস্ট্রির কপালে।

বলিপাড়ায় গুঞ্জন ছিল, করণ জোহর এবং তাঁর ট্যালেন্ট এজেন্সি ‘ডিসিএএ’ (DCAA)-র সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন কার্তিক আরিয়ান। কিন্তু সাম্প্রতিক এক ঘটনায় সেই জল্পনায় জল ঢেলে দিলেন অভিনেতা নিজেই। মুক্তিপ্রাপ্ত ছবির ব্যর্থতার দায়ভার কাঁধে নিয়ে প্রায় ১৫ কোটি টাকা পারিশ্রমিক কমিয়ে দিলেন কার্তিক!
বর্তমানে হিন্দি বক্স অফিসে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ ছবিটি রেকর্ড ব্যবসা করলেও, মুদ্রার উল্টো পিঠ দেখছে কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে অভিনীত ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু’। কর্ণ জোহরের প্রযোজনায় তৈরি এই ছবিটি বক্স অফিসে ৫০ কোটির গণ্ডিও পেরোতে পারেনি। বড় বাজেটের একের পর এক হিন্দি ছবি যেভাবে মুখ থুবড়ে পড়ছে, তাতে চিন্তার ভাঁজ পড়েছিল ইন্ডাস্ট্রির কপালে।
প্রযোজকদের পাশে ‘দায়িত্বশীল’ কার্তিক ছবিটি ফ্লপ হওয়ার পরেই জল্পনা শুরু হয়েছিল যে কর্ণের সংস্থার সঙ্গে হয়তো বিচ্ছেদ হতে চলেছে কার্তিকের। কিন্তু বলিউডের সূত্র অনুযায়ী, কার্তিক এখনও কর্ণের এজেন্সিতেই রয়েছেন। শুধু তাই নয়, প্রযোজকের ক্ষতি সামাল দিতে নিজের পারিশ্রমিক থেকে ১৫ কোটি টাকা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
‘বলিউড হাঙ্গামা’-র রিপোর্ট বলছে, “ছবি মুক্তির কয়েক দিন পরেই কার্তিক স্বতঃস্ফূর্তভাবে প্রযোজককে সহায়তার হাত বাড়িয়ে দেন এবং পারিশ্রমিকের একটি বড় অংশ মকুব করেন।” ইন্ডাস্ট্রির বিশেষজ্ঞরা কার্তিকের এই পদক্ষেপকে ‘সময়োপযোগী এবং দায়িত্বশীল’ বলে অভিহিত করেছেন। তাঁদের মতে, বর্তমান সময়ে যখন অধিকাংশ ছবিই বক্স অফিসে ধুঁকছে, তখন তারকাদের এমন এগিয়ে আসা অত্যন্ত জরুরি।
সম্পর্ক অটুট করণ-কার্তিকের এই ঘটনার মাধ্যমে কার্তিক স্পষ্ট করে দিলেন যে, করণ জোহরের সঙ্গে তাঁর ব্যবসায়িক ও ব্যক্তিগত সম্পর্ক আগের মতোই ইতিবাচক। বর্তমানে তিনি ধর্মা প্রোডাকশনের অধীনে ‘নাগজিলা’ নামক একটি হরর-কমেডি ছবির শুটিং করছেন। এমনকি তাঁদের তৃতীয় ছবির কথাবার্তাও এগিয়ে চলেছে।
প্রসঙ্গত, প্রযোজকের পাশে দাঁড়ানোর নজির কার্তিক আগেও গড়েছেন। এর আগে ‘শেহজাদা’ ছবির ব্যর্থতার সময়েও তিনি তাঁর পারিশ্রমিকের বড় একটি অংশ ফেরত দিয়েছিলেন। আরও একবার দুর্দিনে প্রযোজকের পাশে দাঁড়িয়ে বলিউডের ‘পোস্টার বয়’ প্রমাণ করলেন তিনি কেবল পর্দার নায়ক নন, বাস্তবের মাটিতেও যথেষ্ট দায়িত্বশীল।
