AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অভিনেত্রী সোহিনীকে চরম কটাক্ষ কুণাল ঘোষের! দেবের সিনেমার প্রচারে নামতেই মুখ খুললেন মুখপাত্র

বাংলার কোণায় কোণায় গিয়ে 'রঘু ডাকাত' ছবির প্রচারে সোহিনীকে সক্রিয় অংশ নিতে দেখে সোশাল মিডিয়ায় কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। দিলেন শব্দের খোঁচা। কুণাল হাতিয়ার করলেন সোহিনীরই এক পুরনো বক্তব্যকে। যা সোহিনী বলেছিলেন, আর জি কর কাণ্ডের আন্দোলনের মঞ্চ থেকে।

অভিনেত্রী সোহিনীকে চরম কটাক্ষ কুণাল ঘোষের! দেবের সিনেমার প্রচারে নামতেই মুখ খুললেন মুখপাত্র
| Edited By: | Updated on: Sep 11, 2025 | 8:55 PM
Share

পুজোর ছবি ‘রঘু ডাকাত’। ছবিতে মুখ্য় অভিনয়ে দেব, ইধিকা, অনির্বাণ, সোহিনী। চরম ব্যস্ততায় চলছে ছবির প্রচার। পুরো টিমকে নিয়ে বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটছেন দেব, সুপারস্টার, তৃণমূল সাংসদ। সঙ্গে রয়েছেন ইধিকা, অনির্বাণ, সোহিনারাও। এই পর্যন্ত ঠিকই ছিল। কিন্তু বাংলার কোণায় কোণায় গিয়ে ‘রঘু ডাকাত’ ছবির প্রচারে সোহিনীকে সক্রিয় অংশ নিতে দেখে সোশাল মিডিয়ায় কটাক্ষ ছুড়ে দিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। দিলেন শব্দের খোঁচা। কুণাল হাতিয়ার করলেন সোহিনীরই এক পুরনো বক্তব্যকে। যা সোহিনী বলেছিলেন, আর জি কর কাণ্ডের আন্দোলনের মঞ্চ থেকে।

ব্যাপারটা একটু বিশদে বলা যাক। এবার পুজোর বক্স অফিসে নজর কাড়ার জন্য একেবারে কোমর বেঁধে মাঠে নেমেছে ‘রঘু ডাকাত’ টিম। কালো ও লাল রঙে লেখা রঘু ডাকাত টিশার্ট পরে দেব, ইধিকা, অনির্বাণ, সোহিনী রোজই ছবির স্বার্থে, প্রচারে অনুরাগীদের সঙ্গে মিশে যাচ্ছেন, গানের তালে নাচছেন, গাইছেন। তুলছেন সেলফিও। এমনকী, কয়েকদিন আগে ডুয়ার্সের নদীতে মাছ ধরতেও দেখা গিয়েছিল তাঁদের। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল সেই ছবি। আর সেই ছবিগুলোতে এই প্রচার কর্মকাণ্ডে সোহিনী সরকারের সক্রিয় অংশ নজর এড়ায়নি কুণাল ঘোষের। সেই সূত্র ধরেই  এক বছর আগে আর জি কর কাণ্ডের বিচারের আন্দোলনে সোহিনীর এক বিস্ফোরক বক্তব্যকে টেনে আনলেন কুণাল। মাথায় মুকুট, ‘রঘু ডাকাত’ টিশার্ট পরা সোহিনীর একটি ছবি পোস্ট করে তিনি লিখলেন, ”বাংলায় সন্তানের জন্ম দেওয়ার কথা ভাবা যায় না! কিন্তু নতুন সিনেমার জন্ম দেওয়া যায়। আর তৃণমূল কংগ্রেসের যুব নেতার আয়োজনে তার প্রমোশনে গিয়ে লম্ফঝম্ফও করা যায়…”

Kunal

আর জি কর কাণ্ডে আন্দোলন মঞ্চ থেকে ঠিক কী বলেছিলেন সোহিনী?

আর জি কর কাণ্ডে বিচার চেয়ে প্রথম থেকেই আন্দোলনে সক্রিয় ভূমিকা নিয়েছিলেন সোহিনী। প্রতিবাদী মিছিলে পা মিলিয়ে বহু বার গর্জে উঠেছিলেন তিনি। ঠিক সেই সময়ই কলকাতা মেডিক্যাল কলেজের গণ কনভেনশনের মঞ্চ থেকে সোহিনী সরকার বলেছিলেন, ”আমার সবে বিয়ে হয়েছে। আমার স্বামীকে আমি বলেছি, আমি এই দেশে মা হতে পারব না। কোন দেশে মা হব? সন্তানকে নিয়ে এসে এই দেশে রেখে দিয়ে যাব? এই দেশে দুর্নীতি যতক্ষণ আছে, আমি আমার সন্তানকে রেখে দিয়ে যেতে পারব না।” সোহিনীর সেদিনের বক্তব্যেরই যেন পাল্টা দিলেন কুণাল ঘোষ তাঁর এই নতুন পোস্টে।

শুনে নিন ঠিক কী বলেছিলে সোহিনী।

কুণালের এই কটাক্ষে কী প্রতিক্রিয়া সোহিনীর?

টিভি ৯ বাংলাকে সোহিনী বলেছেন, ”আমার এটা নিয়ে কিছু বলার নেই। উনি ভালো থাকুন।”