‘ব্রেকফাস্ট, লাঞ্চ খাইনি…এবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই’, জানালেন লগ্নজিতা
লক্ষণীয় সোমবার শহরে ছিল 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবির মিউজিক লঞ্চ। সেখানে এসে লগ্নজিতা বেশ কয়েকটি গান গাইলেন। এবার একটা সেকুলার গান গাইব বলে, তিনি 'জাগো মা' গানটিও গেয়ে ফেলেছেন এদিন। কেন বলতে হচ্ছে এটা সেকুলার গান?TV9 বাংলার প্রশ্নের উত্তরে গায়িকা বললেন, ''আমি বলিনি। আমি এখানে আসার পর বড়রা বলেছেন, লগ্ন আজকে 'বসন্ত এসে গেছে' গাইবে এবং একটা সেকুলার গান গাইবে।''

সম্প্রতি পূর্ব মেদিনীপুরে একটা শো করতে গিয়ে সমস্যার মুখে পড়েন গায়িকা লগ্নজিতা চক্রবর্তী। একটা গানের জন্য একজন শিল্পীর সঙ্গে যে ব্যববহার করা হয়েছে, তাতে নিন্দা জানিয়েছে সব মহল। চুপ থাকেনি শাসক দল তৃণমূলও। ঘটনার পরই তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘লগ্নজিতা কোনও ভুল করেনি।’ অভিযুক্তের সঙ্গে যে তৃণমূলের কোনও যোগ নেই, সেটাও স্পষ্ট করে দেওয়া হয়েছে দলের তরফ থেকে। সেই আবহেই লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মন্তব্য করলেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবীর। তিনি বিষয়টা নিয়ে ‘খুনের চেষ্টায় মামলা বাড়াবাড়ি’ হয়েছে বলে ফেসবুকে পোস্ট করেছেন।
ডেবরার বিধায়কের এমন বক্তব্যের পর কী প্রতিক্রিয়া লগ্নজিতার? TV9 বাংলার তরফে গায়িকাকে যোগাযোগ করা হলে তিনি বললেন, ”আমি ঘটনার পরের দিন দুপুর ১২টা থেকে রাত ন’টা পর্যন্ত লাগাতার সাক্ষাত্কার দিয়েছি। ব্রেকফাস্ট খাইনি। দুপুরের খাবার খাওয়ার সময় পাইনি। একেবারে ডিনার করতে হয়েছে। গতকাল থেকে সাধারণ জীবনে ফিরেছি। আমি থানায় যে জেনারেল ডায়েরি করেছিলাম, তার কপি সকলের কাছেই আছে। ওটাই আমার বিবৃতি। আশা করি, সকলে আমার অবস্থাটা বুঝতে পারবেন। আমাকে প্রতিদিন রেওয়াজ করতে হবে। দিনের শেষে আমি একজন গায়িকা। সেটাই আমার একমাত্র পরিচয়।”
লক্ষণীয় সোমবার শহরে ছিল ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির মিউজিক লঞ্চ। সেখানে এসে লগ্নজিতা বেশ কয়েকটি গান গাইলেন। এবার একটা সেকুলার গান গাইব বলে, তিনি ‘জাগো মা’ গানটিও গেয়ে ফেলেছেন এদিন। কেন বলতে হচ্ছে এটা সেকুলার গান?TV9 বাংলার প্রশ্নের উত্তরে গায়িকা বললেন, ”আমি বলিনি। আমি এখানে আসার পর বড়রা বলেছেন, লগ্ন আজকে ‘বসন্ত এসে গেছে’ গাইবে এবং একটা সেকুলার গান গাইবে।” গায়িকা বলেন, ইন্ডাস্ট্রিতে তাঁর সিনিয়ররা ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবির মিউজিক লঞ্চে যেভাবে পুরো জিনিসটাকে তুলে ধরেছেন, তাঁরা তাতে অত্যন্ত ভদ্রভাবে প্রতিবাদ করেছেন বলেই গায়িকার মনে হয়।
