প্রেমিক দেবমাল্যর সঙ্গে একান্তে মধুমিতা, ভাইরাল নায়িকার ছবি
প্রেমে পড়েছেন মধুমিতা সরকার। দুর্গাপুজোর সময়ই নিজের জীবনে নতুন মানুষের আগমনের কথা জানিয়েছিলেন তিনি। অষ্টমীর পর থেকে আর কোনও রাখঢাক নেই। নায়িকার অতীত নিয়ে কম আলোচনা হয়নি। তাঁর অভিনীত প্রথম সিরিয়াল 'সবিনয় নিবেদন'।
প্রেমে পড়েছেন মধুমিতা সরকার। দুর্গাপুজোর সময়ই নিজের জীবনে নতুন মানুষের আগমনের কথা জানিয়েছিলেন তিনি। অষ্টমীর পর থেকে আর কোনও রাখঢাক নেই। নায়িকার অতীত নিয়ে কম আলোচনা হয়নি। তাঁর অভিনীত প্রথম সিরিয়াল ‘সবিনয় নিবেদন’। সেই সেটেই তাঁর প্রাক্তন স্বামী সৌরভ চক্রবর্তীর সঙ্গে আলাপ হয়েছিল মধুমিতার।
তার পরেই বিয়ে করেন তাঁরা। কিন্তু সেই বিয়ে টেকেনি। তাঁদের পথ আলাদা হয়ে যায়। মধুমিতা-সৌরভের সম্পর্ক নিয়ে কম আলোচনা হয়নি। মাঝে অনেক দিন কোনও সম্পর্কে ছিলেন না নায়িকা। তার পর এই খবরে চারিদিকে হইহই কাণ্ড। সম্প্রতি ৩০ বছরের জন্মদিন পালন করেছেন অভিনেত্রী। প্রেমিক দেবমাল্যর সঙ্গে দক্ষিণ ভারতে ঘুরছেন তিনি। প্রেমের ছবি পোস্ট করছেন তিনি।
এরই মধ্যে ভাইরাল নায়িকা আরও একটি ছবি। প্রেমিক দেবমাল্যর সঙ্গে ছবি পোস্ট করেছেন তিনি। আদুরে ছবি পোস্ট করে লেখেন, “আমার সব সময় মনে মনে এই একটাই ইচ্ছা ছিল যে পাহাড়ের কোলে আমার একটা সুন্দর বাড়ি হবে। সেখানে আমার মনের মানুষের সঙ্গে থাকব। স্বপ্ন ছিল আমার।” একটি হিন্দি ছবির বিখ্যাত সংলাপই পোস্টে লেখেন নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে একসঙ্গে পাহাড়ের কোলেই দাঁড়িয়ে রয়েছেন তিনি। যদিও দেবমাল্যর সঙ্গে প্রেমের কাহিনি এখনও পুরোটা ফাঁস করেননি অভিনেত্রী। কী ভাবে তাঁদের প্রেম হল? কী করে পরস্পরের সম্পর্কে জড়ালেন। তবে নায়িকার প্রাক্তন স্বামী এই খবর শোনার পর তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।