ফেরার লড়াই করছি, কিন্তু এ যুদ্ধ কান্নার, বললেন মানব গোহিল

মানবের কাছে করোনার বিরুদ্ধে লড়াই হল, কান্নায় ভরা যুদ্ধ। তিনি লিখেছেন, ফেরার লড়াই করছেন। কিন্তু এ যুদ্ধ কান্নার। হাসপাতাল থেকে তৈরি করা একটি ভিডিয়ো সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন অভিনেতা।

ফেরার লড়াই করছি, কিন্তু এ যুদ্ধ কান্নার, বললেন মানব গোহিল
মানব গোহিল। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: Apr 30, 2021 | 4:02 PM

মানব গোহিল (Manav Gohil)। হিন্দি টেলিভিশনের (TV) অত্যন্ত পরিচিত অভিনেতা (Actor)। এক সময়ের জনপ্রিয় ধারাবাহিক কাহানি ঘর ঘর কি-তে মানবের অভিনয় এখনও প্রশংসিত হয় দর্শক মহলে। এ হেন মানব করোনায় (covid 19) আক্রান্ত হন কিছুদিন আগে। করোনার বিরুদ্ধে লড়াইয়ের এই জার্নি নথিবদ্ধ করে রাখছেন অভিনেতা।

মানবের কাছে করোনার বিরুদ্ধে লড়াই হল, কান্নায় ভরা যুদ্ধ। তিনি লিখেছেন, ফেরার লড়াই করছেন। কিন্তু এ যুদ্ধ কান্নার। হাসপাতাল থেকে তৈরি করা একটি ভিডিয়ো সোশ্যাল ওয়ালে শেয়ার করেছেন অভিনেতা। এই কঠিন সময়ে সকলের প্রার্থনার কথা বলেছেন তিনি। তার থেকে সাহস পাওয়ার কথা বলেছেন। সবথেকে বড় কথা, করোনাকে হারিয়ে জীবনে ফেরার কথা বলেছেন অভিনেতা। কিন্তু এ লড়াই সহজ নয়, তা ধরা পড়েছে তাঁর অভিব্যক্তিতে।

View this post on Instagram

A post shared by Manav Gohil (@manavgohil)

করোনার দ্বিতীয় ঢেউ সুনামির মতো আছড়ে পড়েছে। কোথাও হাসপাতালে বেড নেই। কোথাও নেই অক্সিজেন। কোথাও বা গৃহবন্দি করোনা আক্রান্তকে খাবার তৈরি করে দেওয়ার মতো কেউ নেই। এই পরিস্থিতিতে বহু মানুষ নিজের সাধ্যমতো এগিয়ে এসেছেন। কেউ প্রয়োজনীয় ফোন নম্বর জোগাড় করে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। কেউ বা নিজের উদ্যোগেই রান্না করা খাবার পৌঁছে দিচ্ছেন রোগীর বাড়ি। আবার কেউ বা ভ্যাকসিন নেওয়াটা কতটা গুরুত্বপূর্ণ সেটা সাধারণ মানুষকে বুঝিয়ে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে যাচ্ছেন। যাঁরা আক্রান্ত তাঁরা শেয়ার করছেন নিজেদের অভিজ্ঞতা। সব স্তরে করোনা স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। মনের জোর রেখে করোনার বিরুদ্ধে লড়াই জিততে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন সকলে। এই পরিস্থিতিতে মানবের যন্ত্রণার কাহিনি অনুরাগীদের ভারাক্রান্ত করে রেখেছেন।

আরও পড়ুন, কঠিন সময়ে একে অপরের প্রতি সহানুভূতি রাখুন, আর্জি আবিরের