‘মাসাবা মাসাবা’ সিজন ২-এর শুটিং শুরু করলেন মাসাবা

‘মাসাবা মাসাবা’ মাসাবারই জীবনের গল্প। মা-মেয়ের অম্ল-মধুর সম্পর্কের গল্প তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে দর্শক।

‘মাসাবা মাসাবা’ সিজন ২-এর শুটিং শুরু করলেন মাসাবা
মাসাবা গুপ্তা
Follow Us:
| Updated on: Mar 26, 2021 | 6:29 PM

নেটফ্লিক্সে ‘মাসাবা মাসাবা’ সিজন ১ যথেষ্ট সাড়া ফেলেছিল। এই সিরিজের মাধ্যমেই মাসাবা অভিনয় জগতে পা রাখেন। মাসাবার সাবলীল অভিনয় সবার মন জয় করে নেয়। তিনি নিজে একজন প্রতিষ্ঠিত ফ্যাশন ডিজাইনার। বলি তারকারা অনেকেই তাঁর পোশাক পরেন। এহেন মাসাবা অভিনয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল। ‘মাসাবা মাসাবা’ সিজন ২-এর শুটিং শুরু করলেন তিনি।

‘মাসাবা মাসাবা’ মাসাবারই জীবনের গল্প। অবধারিতভাবে তাঁর মা নীনা গুপ্তাও রয়েছেন সিরিজে। মা-মেয়ের অম্ল-মধুর সম্পর্কের গল্প তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে দর্শক। এবার কী গল্প নিয়ে সিজন২ তৈরি হচ্ছে তা নিয়ে দর্শকমহলে যথেষ্ট কৌতূহল। তবে শোনা যাচ্ছে সিজন২ তেও মাসাবার রিয়্যাল লাইফের ঘটনাই দেখানো হবে। এই সিরিজে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে ছিলেন মাসাবা।

View this post on Instagram

A post shared by Masaba (@masabagupta)

ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন বেশ কিছুদিন আগে থেকেই প্রি-প্রোডাকশন শুরু হয়ে গিয়েছিল। যেহেতু গোটা মহারাষ্ট্রে করোনা-সংক্রমণ হু হু করে বাড়ছে, তাই গোটা টিম যথেষ্ট সর্তকতা অবলম্বন করেই শুটিং শুরু করেছে। তবে সিজন ২ কবে থেকে স্ট্রিমিং করবে ওটিটিতে এখনও জানা যায়নি।

আরও পড়ুন :কোন বিষয়ে কোনও জ্ঞান নেই? ফাঁস করলেন রণবীর স্বয়ং

প্রসঙ্গত উল্লেখযোগ্য, নীনা গুপ্তা এবং মাসাবার ‘বায়োলজিক্যাল’ বাবা ক্রিকেটার ভিভ রিচার্ডসের দেখা হয় ১৯৮০ সালে। মাসাবা জন্ম নেন ১৯৮৯ সালে। যদিও মাসাবা একেবারেই মায়ের মেয়ে।