AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোন বিষয়ে কোনও জ্ঞান নেই? ফাঁস করলেন রণবীর স্বয়ং

ঋদ্ধিমা মাকে ‘আয়রন লেডি’ বলে সম্বোধন করেন। ছেলে-মেয়ের কথা শুনে ইমোশনাল হয়ে পড়েন নীতু।

কোন বিষয়ে কোনও জ্ঞান নেই? ফাঁস করলেন রণবীর স্বয়ং
রণবীর কাপুর।
| Updated on: Mar 26, 2021 | 5:26 PM
Share

৩০ এপ্রিল, ২০২০। প্রয়াত হয়েছিলেন বলিউড (bollywood) অভিনেতা ঋষি কাপুর। প্রায় এক বছর পেরিয়ে গেল। সদ্য ঋষির আত্মার শান্তি কামনায় মুম্বইতে কাপুর বাংলোতে বিশেষ প্রার্থনার আয়োজন হয়েছিল। এখন অনেকটাই সামলে উঠেছেন নীতু কাপুর (Neetu Kapoor)। তবুও ‘ইন্ডিয়ান আইডল ১২’-র মঞ্চে গিয়ে ইমোশনাল হয়ে পড়লেন নীতু।

নির্মাতারা নীতুকে একটি ভিডিয়ো দেখান। সেখানে রণবীর (Ranbir Kapoor) এবং ঋদ্ধিমা (riddhima kapoor) নিজেদের ছোটবেলার কথা শেয়ার করেছেন। রণবীর বলেছেন, “আমার মনে আছে ছোটবেলায় মা আমাকে আর ঋদ্ধিমাকে ক্লাসিক্যাল গান শিখতে পাঠিয়েছিলেন। গুরুজি বলেছিলেন, আপনার মেয়েকে তো শেখাতে পারব। কিন্তু আপনার ছেলের সুর বা তালের কোনও জ্ঞান নেই। গান ওর দ্বারা হবে না। ওকে আপনি ক্যারাটে ক্লাসে ভর্তি করে দিন।”

অন্যদিকে ঋদ্ধিমা মাকে ‘আয়রন লেডি’ বলে সম্বোধন করেন। ছেলে-মেয়ের কথা শুনে ইমোশনাল হয়ে পড়েন নীতু। এই মঞ্চেই দীর্ঘদিন পরে ‘এক ম্যায় অউর এক তু’-এর তালে পা মেলাতেও দেখা গিয়েছে তাঁকে। তবে সব কিছুর মধ্যেও এখনও নীতুর জীবন জুড়ে রয়েছেন ঋষি।

আরও পড়ুন, দ্বিতীয় বিয়ের পর কোথায় হনিমুনে গেলেন দিয়া মির্জা?

লকডাউন উঠেছে, জীবন স্বাভাবিক ছন্দে ফিরেছে ক্রমশ। কিন্তু ঋষির প্রয়াণ এখনও মেনে নিতে পারেন না তাঁর প্রিয়জনেরা। নীতু কিছুদিন আগেও সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, “কাপুর সাব, হাত ধরার জন্য তুমি আজ নেই। তবু আমি জানি, তুমি আছ। আমার সঙ্গেই আছ, থাকবে সারাজীবন।” এ ভাবেই স্মৃতিতে থেকে যাবেন সকলের প্রিয় চিন্টুজি।