AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

এক সিরিয়াল কিলারের খোঁজে মীরা চোপড়া, আসছে নতুন ওয়েব সিরিজ ‘ট্যাটু মার্ডারস’

‘ট্যাটু মার্ডারস’ ক্রাইম থ্রিলার। এক সিরিয়াল কিলারের গল্প। ওয়েব সিরিজটি স্ট্রিমিং হবে ডিজনি+হটস্টারে।

এক সিরিয়াল কিলারের খোঁজে মীরা চোপড়া, আসছে নতুন ওয়েব সিরিজ ‘ট্যাটু মার্ডারস’
'ট্যাটু মার্ডারস'-এর পোস্টার
| Updated on: Apr 09, 2021 | 10:11 PM
Share

স্বাগত অপরাধ জগৎ। পরিচালক শ্রাবণকুমার তিওয়ারির নতুন ওয়েব সিরিজ ‘ট্যাটু মার্ডারস’ অন্তত এমনটাই বলবে। নিয়ে যাবে অপরাধ জগতের অলি-গলিতে। মুম্বইয়ের লাল আলোর দুনিয়া, একের পর এক খুন– সব উঠে আসবে ‘ট্যাটু মার্ডারস’-এ।

‘ট্যাটু মার্ডারস’ ক্রাইম থ্রিলার। এক সিরিয়াল কিলারের গল্প। এই খুনি শুধুমাত্র মহিলাদেরই খুন করেন। এই সিরিয়াল কিলারের খোঁজে আসেন এক মহিলা পুলিশ অফিসার। এই পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করছেন মীরা চোপড়া। প্রত্যেকটা খুনের কিনারা করেন তিনি। খুনিকে বের করার এক জেদ পেয়ে বসে তাঁকে। অপরাধ জগৎ তন্ন তন্ন করে খুঁজে বের করার চেষ্টা করে সেই দাগী খুনিকে। কীভাবে সে খুনিকে খুঁজে পায় খুনিকে তা নিয়েই এই ওয়েব সিরিজ।এই সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করেছেন তনুজ ভিরওয়ানি।

View this post on Instagram

A post shared by Meera Chopra (@meerachopra)

নেগেটিভ চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে খুশি তনুজ। তিনি বলেন, “আমি এই চরিত্রে অভিনয় করার জন্য মুখিয়ে আছি। শ্রাবণ স্যর যেদিন আমায় চিত্রনাট্য শুনিয়েছিলেন সেদিনই আমার দারুণ লেগেছিল। খুব চ্যালেঞ্জিং একটা চরিত্র। আমি এর আগে নেগেটিভ চরিত্রে অভিনয় করিনি। এটাই আমার প্রথম।”

আরও পড়ুন:পিছিয়ে গেল কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘থালাইভি’-র মুক্তি

সাতটা এপিসোড নিয়ে তৈরি হচ্ছে এই ‘ট্যাটু মার্ডারস’। একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন প্রবীণ অভিনেতা কুলভূষণ খারবান্দা। প্রযোজনায় রাজু রায়সিঙ্ঘানিয়া। ওয়েব সিরিজটি স্ট্রিমিং হবে ডিজনি+হটস্টারে।