হিমাচল গেলেন অভিনেত্রী মিশমি দাস, সঙ্গী কে?

আলিপুরের বাসিন্দা বিশাল ভান পেশায় ওয়েব ডিজাইনার। বন্ধুদের মাধ্যমেই মিশমির সঙ্গে আলাপ হয় তাঁর। বন্ধুত্বের সম্পর্ক প্রেমে গড়িয়েছে ঠিকই। কিন্তু বিয়ে নিয়ে এখনই কিছু ভাবতে চাইছেন না মিশমি।

হিমাচল গেলেন অভিনেত্রী মিশমি দাস, সঙ্গী কে?
মিশমি দাস। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।
Follow Us:
| Updated on: Apr 18, 2021 | 10:46 AM

করোনার গ্রাফ গোটা দেশ জুড়েই বাড়ছে। সচেতন হয়েছেন অনেকেই। আবার অনেকেই এখনও ততটা সচেতন নন। এই পরিস্থিতিতে অনেকে আবার বেড়াতেও যাচ্ছেন। সেই তালিকায় যোগ হল এ বার ছোট পর্দার অভিনেত্রী (Actress) মিশমি দাসের (Mishmee Das) নাম।

মিশমি হিমাচল প্রদেশে ছুটি কাটাচ্ছেন। সঙ্গে রয়েছেন বিশেষ বন্ধু বিশান ভান। সূত্রের খবর, বেড়ানোর উদ্দেশ্যে হিমাচলে যাননি মিশমি। একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতেই গিয়েছিলেন। সেখান থেকে সময় বের করে বিশালের সঙ্গে একান্ত কিছু মুহূর্ত কাটাচ্ছেন। বিয়ের অনুষ্ঠানে গিয়ে মিশমির যেমন নতুন বন্ধু তৈরি হয়েছে, তেমনই একের পর এক স্থানীয় খাবারের স্বাদও নিচ্ছেন অভিনেত্রী।

View this post on Instagram

A post shared by Mishmee Das (@mishmeedas13)

গত বছর থেকে বিশালের সঙ্গে বিশেষ সম্পর্কে রয়েছেন মিশমি। এই খবরকে মান্যতা দিয়ে মিশমি বলেছিলেন, “লকডাউনের মধ্যেই প্রেম হয়েছে আমাদের। আমি আর বিশাল একে অপরকে অনেক দিন ধরেই চিনতাম। লকডাউনে কথা বলতে শুরু করি। ওই সময়টা জয়রামবাটিতে বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে আটকে পড়ি। দু’মাস ছিলাম। ফোনে কথা হত তখন। কথা হতে হতেই প্রেম।”

View this post on Instagram

A post shared by Mishmee Das (@mishmeedas13)

আলিপুরের বাসিন্দা বিশাল ভান পেশায় ওয়েব ডিজাইনার। বন্ধুদের মাধ্যমেই মিশমির সঙ্গে আলাপ হয় তাঁর। বন্ধুত্বের সম্পর্ক প্রেমে গড়িয়েছে ঠিকই। কিন্তু বিয়ে নিয়ে এখনই কিছু ভাবতে চাইছেন না মিশমি।

‘কৃষ্ণকলি’, ‘জিয়ন কাঠি’, ‘জীবন জ্যোতি’-র মতো একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে মিশমির অভিনয় দেখেছেন দর্শক। বাস্তবে বিশালের সঙ্গে সম্পর্কের পরিণতিতে কবে তিনি বিয়ে করবেন, তা নিয়ে কৌতূহল রয়েছে দর্শক মহলে।

আরও পড়ুন, পর্দায় গুলি করেন, বাস্তবে তাঁকেই করোনার ওষুধ জোগাড় করে দিলেন পঙ্কজ