রেস্তোরাঁ থেকে বেরিয়ে ‘মবড’ হলেন দীপিকা, ব্যাগ নিয়ে চলল টানাটানি

বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের খার অঞ্চলের এক রেস্তোরাঁতে ডিনার সারতে যান অভিনেত্রী। সঙ্গে ছিলেন না রণবীর। রেস্তরাঁ থেকে বেরতেই বিপত্তি।

রেস্তোরাঁ থেকে বেরিয়ে 'মবড' হলেন দীপিকা, ব্যাগ নিয়ে চলল টানাটানি
ঘিরে ধরল জনতা।
Follow Us:
| Updated on: Feb 26, 2021 | 12:36 PM

‘মবড’ হলেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। প্রিয় অভিনেত্রীকে চাক্ষুষ করে উত্তেজিত জনতা ঘিরে ধরল তাঁকে। ব্যাগ নিয়েও চলল দীর্ঘক্ষণ টানাটানি। অবশেষে নিরাপত্তারক্ষীদের সহায়তায় সেখান থেকে অক্ষত অবস্থায় ফিরলেন দীপিকা।

বৃহস্পতিবার রাতে মুম্বইয়ের খার অঞ্চলের এক রেস্তোরাঁতে ডিনার সারতে যান অভিনেত্রী। সঙ্গে ছিলেন না রণবীর। রেস্তরাঁ থেকে বেরতেই বিপত্তি। রেস্তোরাঁর বাইরে তাঁকে ঘিরে ধরেন বেশ কয়েকজন মহিলা। তাঁকে ‘টিসু’ কেনার জন্য জোরাজুরি করতে থাকেন ক্রমাগত। পাপারাৎজিও হাজির ছিল সেখানে। তাঁরাও দীপিকাকে ফ্রেমবন্দী করার জন্য ধাক্কাধাক্কি শুরু করে দেয়। এখানেই শেষ নয়, ভিড়ের মধ্যে দীপিকার লাল ব্যাগ ধরেও শুরু হয়ে যায় টানাটানি। দীপিকা গাড়িতে উঠতে যাওয়ার ঠিক আগের মুহূর্তে জনৈক ব্যক্তি ব্যাগ ধরে টান দিতে থাকেন। হতচকিত হয়ে পড়েন দীপিকা। অবশেষে কোনওমতে গাড়িতে উঠে সেখান থেকে বের হন অভিনেত্রী।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ওই ঘটনার ভিডিয়ো ভাইরাল। নেটিজেনদের বেশিরভাগ নিন্দায় ফেটে পড়েছেন। তাঁদের প্রশ্ন, “তারকা বলে কি তাঁর ব্যক্তিগত জীবন থাকবে না? প্রাইভেসি থাকবে না? এ রকম কেউ করে?” ব্যাগ ‘ছিনিয়ে নেওয়া’র ঘটনাকে কেন্দ্র করেও উঠেছে নিন্দার ঝড়। যদিও সাময়িকভাবে অস্বস্তিতে পড়লেও পরমুহূর্তেই তা কাটিয়ে নিয়ে ‘এক মিনিট, এক মিনিট’ বলতে বলতে গাড়িতে উঠে পড়েন দীপিকা। তিনি মেজাজ হারাননি। উল্টে গাড়িতে উঠে মুখে হাসি রেখে ‘বাই’ বলেই ঘটনাস্থল ছাড়েন অভিনেত্রী।

মুখে হাসি রেখে ‘বাই’ বলেই ঘটনাস্থল ছাড়েন অভিনেত্রী

ওই মুহূর্তেও মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার দীপিকার প্রশংসা করেছেন নেটিজেনরা। তবে জনবহুল জায়গায় মাস্ক না পরায় তাঁকে পড়তে হয়েছে প্রশ্নের মুখেও। যদিও দীপিকার হয়েও সাফাই গেয়েছেন কেউ কেউ। মাস্ক না পরার কারণ হিসেবে দীপিকার সমর্থনে এক নেটিজেনের বক্তব্য, “হতে পারে উনি ভেবেছিলেন রেস্তরাঁ থেকে বেরিয়েই গাড়িতে উঠে পড়বেন। কে জানত যে এই সব হতে চলেছে?”

এই মুহূর্তে দীপিকার হাতে রয়েছে বেশ কিছু ছবি। স্বামী রণবীর সিংয়ের ছবি ‘৮৩’তে এক গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। চলছে পরিচালক শকুন বাত্রার ছবির শুটিংও। শকুনের ওই ছবিতে দীপিকা ছাড়াও দেখা যাবে অনন্যা পান্ডে এবং সিদ্ধান্ত চতুর্বেদীকেও।