AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেব বর্মা

Moonmoon Sen: দেব বর্মা পরিবারে শোকের ছায়া। ত্রিপুরার বনেদি পরিবারের সন্তান তিনি। ১৯৭৮ সালে বিয়ে করেছিলেন অভিনেত্রী মুনমুন সেনকে। ৪৬ বছরের সংসার। অবশেষে থামল তাঁদের একসঙ্গে পথচলা।

পিতৃহারা রিয়া-রাইমা, প্রয়াত মুনমুনের স্বামী ভরত দেব বর্মা
| Edited By: | Updated on: Nov 19, 2024 | 12:51 PM
Share

চির ঘুমের দেশে মহানায়িকা সুচিত্রা সেনের জামাই ভরত দেব বর্মা। মঙ্গলবার, ১৯ নভেম্বর সকালে মিলল মন খারাপের খবর। প্রয়াত মুনমুন সেনের স্বামী ভরত দেব বর্মা। দেব বর্মন পরিবারে শোকের ছায়া। ত্রিপুরার রাজ পরিবারের সন্তান তিনি। ১৯৭৮ সালে বিয়ে করেছিলেন অভিনেত্রী মুনমুন সেনকে। ৪৬ বছরের সংসার। অবশেষে থামল তাঁদের একসঙ্গে পথচলা। পিতৃহারা অভিনেত্রী রিয়া সেন ও রাইমা সেন।

সূত্রের খবর এদিন সকালে হঠাৎই শারীরিক অবস্থার অবনতি ঘটে। অসুস্থ বোধ করায় তাঁকে তড়িঘড়ি নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কলকাতার এক বেসরকারি হাসপাতালে। তবে শেষ রক্ষা হল না। যাওয়ার আগেই সব শেষ। সকাল ন’টায় প্রয়াত হন ভরত দেব বর্মা।

যদিও শহরে ছিলেন না মুনমুন সেন ও রাইমা সেন। সকালে খবর পেয়েই কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন তাঁরা। ইতিমধ্যেই খবর পেয়ে শোকজ্ঞাপন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুনমুন সেনের আসার অপেক্ষায় রয়েছেন তিনিও। স্থানীয় বিধায়ককে নির্দেশ দিয়েছেন বিষয়টা নজরে রাখতে। মুনমুন সেন ও রাইমা কলকাতা বিমানবন্দরে পৌঁছলেই তাঁদের গ্রিন করিডোর করে নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে বলেও এদিন মুখ্যমন্ত্রী জানান। পরিবার সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হন ভরত দেব বর্মা।