AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মেয়ে মেঘা আর রঞ্জিত-কন্যা কোয়েলকে নিয়ে জন্মদিনে কেক কাটলেন মৌসুমী

অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় পর্দায় যেমন দর্শকদের মুগ্ধ করে রাখেন , তেমনই রিয়েল লাইফে প্রাণবন্ত। কেক কাটার মুহূর্তেও মজা করে বলেন,  "কেক এনেছে, তবে মোমবাতি নেই, কল্পনা করে মোমবাতিতে ফু দিলাম!" পাশে মেয়ে মেঘাকে নিয়ে দর্শকদের সঙ্গে উদযাপন করলেন নিজের জন্মদিন।

মেয়ে মেঘা আর রঞ্জিত-কন্যা কোয়েলকে নিয়ে জন্মদিনে কেক কাটলেন মৌসুমী
| Edited By: | Updated on: Apr 26, 2025 | 5:44 PM
Share

কিংবদন্তি অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়ের জন্মদিন ২৬ এপ্রিল। তাঁর ছবি ‘আড়ি’ মুক্তি পেয়েছে।  শুক্রবার ‘আড়ি’ ছবির প্রিমিয়ারে বর্ষীয়ান অভিনেত্রীর জন্মদিন পালন করা হলো। প্রিমিয়ারে মৌসুমী চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে হাজির হন প্রযোজক- অভিনেতা যশ দাশগুপ্ত,  নুসরত জাহান। জন্মদিন উপলক্ষে কেক কাটার সময়ে পাশে ছিলেন অভিনেত্রী কোয়েল  মল্লিক। অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় পর্দায় যেমন দর্শকদের মুগ্ধ করে রাখেন , তেমনই রিয়েল লাইফে প্রাণবন্ত। কেক কাটার মুহূর্তেও মজা করে বলেন,  “কেক এনেছে, তবে মোমবাতি নেই, কল্পনা করে মোমবাতিতে ফু দিলাম!” পাশে মেয়ে মেঘাকে নিয়ে দর্শকদের সঙ্গে উদযাপন করলেন নিজের জন্মদিন। প্রসঙ্গত, বাংলা সিনেমার অনেক  কলাকুশলী হাজির ছিলেন ‘আড়ি’র  প্রিমিয়ারে। তবে বর্ষীয়ান অভিনেত্রী সবথেকে খুশি ছিলেন পাশে কোয়েল মল্লিককে পেয়ে। TV9 বাংলার সঙ্গে আড্ডায় তিনি বলেছেন,  “ফিল্ম ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের অনেকেই সিনিয়রদের টেকেন ফর গ্রান্টেড নিয়ে থাকেন। দোষ নেই, কারণ ওঁরা হয়তো সেরকম ব্যবহার পেয়েছেন। তবে যশ, নুসরত সব সময়ই চেষ্টা করেছে আমাকে পরিবারের মত আগলে রাখার।” জন্মদিনে কোয়েল মল্লিককে পাশে রেখে জানালেন, তাঁর মেয়ের নামের সঙ্গে মিলিয়ে কোয়েলের নাম রাখা হয়েছিল। তাই মেয়ে মেঘা আর কোয়েল মল্লিককে সঙ্গে নিয়ে জন্মদিনের কেক কাটলেন। পরিচালক তরুণ মজুমদারের হাত ধরে ‘বালিকা বধূ’ ছবি দিয়ে সিনেমার জগতে আসা মৌসুমীর। তিনি বললেন, “যখন ছবির জগতে এসেছি , খুব ছোট ছিলাম কিছু বুঝতে পারিনি। আমি তো এত ঝামেলা করেছি যে, তরুণ মজুমদার মাঝে-মাঝে বলতেন ছবি বন্ধ করে দেবেন। এতটাই বিরক্ত করেছিলাম (হাসি)।” কেরিয়ারে উন্নতি থেকে বিয়ে সব কিছু খুব তাড়াতাড়ি হয়েছে মৌসুমী চট্টোপাধ্যায়ের জীবনে।  একের পর এক হিট ছবি। বলিউডের তাবড হিরোদের সঙ্গে জুটি বেঁধে বক্স অফিস সাফল্য পেয়েছেন তিনি। তাঁর  ছবি ‘পিকু’ আবার মুক্তি পাচ্ছে। আজও একই রকম প্রাণবন্ত তিনি রিল থেকে রিয়েল  লাইফে। মৌসুমী চট্টোপাধ্যায়ের ৭৭তম জন্মদিনে TV9বাংলার পক্ষ থেকে রইল অনেক শুভকামনা।