পুলে জলকেলি হার্দিকের বিচ্ছিন্না স্ত্রী নাতাশার! পুরুষটি কে জানেন?
Hardik-Natasha: এক ভিডিয়ো নিয়ে চলছে জোর চর্চা। ভিডিয়োটি গোয়ার। দেখা যাচ্ছে সুইমিং পুলে বিশ্রাম নিচ্ছেন নাতাশা। হঠাৎই পিছন থেকে এক পুরুষ এসে তাঁকে ধাক্কা দেন। বেকায়দায় জলের ভিতরে হাবুডাবু খেতে শুরু করেন তিনি। প্রশ্ন হল, পুরুষটি কে?
মাস কয়েক আগেই বিবাহবিচ্ছেদের কথা সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে ঘোষণা করেছিলেন নাতাশা স্তানকোভিচ ও হার্দিক পান্ডিয়া। এর পর ছেলে অগস্ত্যকে নিয়ে দীর্ঘদিন নিজের দেশ সার্বিয়াতে কাটিয়েছেন তিনি। সম্প্রতি ফিরেছেন ভারতে। সঙ্গে এসেছে ছোট্ট অগস্ত্য। বাবার সঙ্গে দেখাও হয়েছে তার। এবার এক ভিডিয়ো নিয়ে চলছে জোর চর্চা। ভিডিয়োটি গোয়ার। দেখা যাচ্ছে সুইমিং পুলে বিশ্রাম নিচ্ছেন নাতাশা। হঠাৎই পিছন থেকে এক পুরুষ এসে তাঁকে ধাক্কা দেন। বেকায়দায় জলের ভিতরে হাবুডাবু খেতে শুরু করেন তিনি। প্রশ্ন হল, পুরুষটি কে? জানিয়ে রাখা যাক, পুরুষটি আদপে বলিউডের এক নায়িকার চর্চিত প্রেমিক। তাঁর নাম আলেকজান্ডার। এই আলেকজান্ডারের সঙ্গে অতীতেও বহুবার দেখা গিয়েছে নাতাশাকে। নাতাশার সঙ্গে কী সম্পর্ক তাঁর?
বলিউডের গুঞ্জন, আলেকজান্ডার নাকি সম্পর্কে নাতাশার আত্মীয় হন। এও মুহূর্তে তিনি ডেট করছেন অভিনেত্রী দিশা পাটানিকে। যদিও দু’জনে অফিসিয়ালি এই সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে আলেকজান্ডারের হাত লক্ষ্য করলেই দেখা যাবে, সেখানে জ্বলজ্বল করছে দিশার মুখওয়ালা ট্যাটু! নাতাশার ওই ভিডিয়ো নিয়ে কম আলোচনা হয়নি। আলেকজান্ডার সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও চলছে নানা ধরনের চর্চা।
প্রসঙ্গত, মাস কয়েক আগে নাতাশা ও হার্দিক বিচ্ছেদ নিয়ে যে বিবৃতি দিয়েছিলেন তাতে স্পষ্টতই লেখা ছিল ছেলে অগস্ত্যকে যৌথভাবে মানুষ করবেন তাঁরা। সেই মতোই দেশে ফিরতেই বাবার সঙ্গে কোয়ালিটি টাইম কাটিয়েছে ছোট্ট অগস্ত্য। বহুদিন পর ছেলেকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হার্দিকও। তবে তাঁদের বিয়ে ভাঙায় খুশি নয় ভক্তরা। একবাক্যে তাঁরা বলছেন, “আবারও কি এক হওয়া যায় না?”