AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নভ্যার প্রেমে আরিয়ান? গোপন ছবি ফাঁস হতেই শাহরুখ কন্যা-অমিতাভ নাতনি চর্চায়

Aaryan Khan Relation: শাহরুখ খান একপ্রকার অমিতাভ বচ্চনের ছেলের মতোই। যার ফলে তাঁদের উভয় পক্ষের পরিবারের সদস্যরাই একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠ। তবে সেই সম্পর্কে কখনই স্বাভাবিকভাবে গ্রহণ করেনি নেটপাড়া। বারে বারে চর্চা উঠেছে তুঙ্গে, এবারও তার ব্যতিক্রম হল না। 

নভ্যার প্রেমে আরিয়ান? গোপন ছবি ফাঁস হতেই শাহরুখ কন্যা-অমিতাভ নাতনি চর্চায়
| Updated on: Feb 28, 2024 | 7:48 PM
Share

অমিতাভ বচ্চন কন্যা  নভ্যা নাভেলি ও শাহরুখ খানের পুত্র আরিয়ান খান সম্পর্কে? প্রশ্ন উঠতেই জল্পনা তুঙ্গে। তবে এই চর্চা বা জল্পনা প্রথম নয়। অতীত থেকেই এই দুই স্টারকিডকে নিয়ে নানা চর্চা বলিউডের অন্দরমহলে জায়গা করে নিয়েছে। কখনও প্রকাশ্যে এসেছে তাঁদের একসঙ্গে পার্টি করার ছবি, কখনও আবার সামনে এসেছে একে অন্যের বাড়িতে সময় কাটানোর ছবি। শাহরুখ খান ও বচ্চনরা পারিবারিক বন্ধু বললে খুব ভুল হবে না। শাহরুখ খান একপ্রকার অমিতাভ বচ্চনের ছেলের মতোই। যার ফলে তাঁদের উভয় পক্ষের পরিবারের সদস্যরাই একে অন্যের সঙ্গে ঘনিষ্ঠ। তবে সেই সম্পর্কে কখনই স্বাভাবিকভাবে গ্রহণ করেনি নেটপাড়া। বারে বারে চর্চা উঠেছে তুঙ্গে, এবারও তার ব্যতিক্রম হল না।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁদের পুরোনো এক ছবি। আর তা নিয়েই চর্চা উঠল তুঙ্গে। আরিয়ান খান এখন কেরিয়ার নিয়েই ব্যস্তি। ক্যামেরার পিছনে কাজ করতেই বেশি পছন্দ করেন তিনি। তাই বারবার অনুরোধের সত্ত্বেও তিনি কিছুতেই ক্যামেরার সামনে অভিনয় করতে রাজি হয়নি। অর্থাৎ তিনি অভিনয়ে যে আসবেন না, তা স্পষ্ট করে দিয়েছিলেন।

অন্যদিকে নভ্যা ব্যস্ত তাঁর পডকাস্ট নিয়ে। যেখানে একের পর এক সাক্ষাৎকার সকলের নজর কাড়ছে। নভ্যা প্রথম থেকেই জানিয়ে ছিলেন যে তিনি অভিনয় জগতে আসতে চান না। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে চান তিনি। সেই পরিপ্রেক্ষিতেই এবার দুজনে খবরের শিরোমানে। তবে এবার আবারও ঘুরে ফিরে সামনে এল সেই একই চর্চা, খান পরিবারের বউ হতে চলেছেন নভ্যা? যার উত্তর সময় দেবে।