West Bengal Assembly Election 2021: বিজেপিতে তনুশ্রী, তৃণমূলের পথে নীল-তৃণা?
বিজেপিতে তনুশ্রী, তৃণমূলের পথে নীল-তৃণা?

West Bengal Assembly Election 2021: বিজেপিতে তনুশ্রী, তৃণমূলের পথে নীল-তৃণা?

sreejayee das | Edited By: অমর্ত্য মুখোপাধ্য়ায়

Mar 04, 2021 | 6:09 PM

একুশের হাইভোল্টেজ যুদ্ধের আগে টলিপাড়ার রাজনীতিকরণ অব্যাহত। সূত্রের খবর, যশ, হিরণ, শ্রাবন্তীদের পর এ বার অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী যোগ দিতে পারেন বিজেপিতে। সম্ভবত আগামী ৭ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভামঞ্চ থেকে, বা তার আগেই তিনি গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিতে পারেন বলে খবর। অন্যদিকে, অভিনেতা নীল ভট্টাচার্য ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী তৃণা সাহা শাসকদল […]

একুশের হাইভোল্টেজ যুদ্ধের আগে টলিপাড়ার রাজনীতিকরণ অব্যাহত। সূত্রের খবর, যশ, হিরণ, শ্রাবন্তীদের পর এ বার অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী যোগ দিতে পারেন বিজেপিতে। সম্ভবত আগামী ৭ মার্চ ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভামঞ্চ থেকে, বা তার আগেই তিনি গেরুয়া শিবিরের পতাকা হাতে তুলে নিতে পারেন বলে খবর। অন্যদিকে, অভিনেতা নীল ভট্টাচার্য ও তাঁর স্ত্রী তথা অভিনেত্রী তৃণা সাহা শাসকদল তৃণমূল কংগ্রেসে শামিল হতে পারেন বলে জানা যাচ্ছে।

 

Published on: Mar 04, 2021 05:20 PM