নেহার গান শুনে নিজেকে চড়, মেজাজ হারিয়ে এ কী করলেন অনু মালিক?
Viral Video: একের পর এক কনসার্টে ঝড় তোলেন তিনি। সেই নেহা কক্কর এমন কী করে বসলেন, যা দেখে রীতিমত মেজাজ হারালেন অনু মালিক? গাইতে গাইতে ভুলে গেলেন গানের কথা? গান শুনে মোটেও সন্তুষ্ট হলেন না অনু মালিক।
নেহা কক্কর, বলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা। যাঁকে নিয়ে অনুরাগীদের মনে উত্তেজনার পারদ বরাবর থাকে তুঙ্গে। ঝড়ের গতিতে ভাইরাল হয় তাঁর গাওয়া অধিকাংশ গান। একের পর এক কনসার্টে ঝড় তোলেন তিনি। সেই নেহা কক্কর এমন কী করে বসলেন, যা দেখে রীতিমত মেজাজ হারালেন অনু মালিক? গাইতে গাইতে ভুলে গেলেন গানের কথা? গান শুনে মোটেও সন্তুষ্ট হলেন না অনু মালিক। বরং গান শেষ হওয়া মাত্রই বলে বসলেন, তাঁর এই গান শুনে নিজের গালে নিজের চড় মারতে ইচ্ছে হচ্ছে। মারলেও তাই। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ল সেই ভিডিয়ো। তবে না, এই ভিডিয়ো সম্প্রতি কোনও ঘটনার নয়।
ইন্ডিয়ান আইডল-এ নেহা কক্করের অডিশন দেওয়ার ভিডিয়ো এবার ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যেখানে তাঁর সামনে বিচারকের আসনে বসে ছিলেন অনু মালিক। নেহার গান শুনে তিনি অবাক। আচমকাই গায়িকা ভুলে গেলেন গানের কথা। আর তা শুনে রীতিমত অবাক হয়ে যান অনু মালিক। রেগে গিয়ে নিজের গালে নিজেই চড় মেরে বসেন। বলেন, “এটা তুমি কী করলে? তোমার গান শুনে আমার মনে হচ্ছে নিজের গালে নিজে চড় মারি।”
Look how deliberately #NehaKakkar selected a song which her duet partner didn’t know. pic.twitter.com/id88tz1O8z
— Tushar ॐ♫₹ (@Tushar_KN) September 25, 2022
নেহা কক্কর, ভারতের বুকে অন্যতম জনপ্রিয় গায়িকা তিনি। তবে তাঁকে নিয়ে প্রথম থেকেই নানান চর্চা তুঙ্গে। একাধিকবার বিতর্কেও জায়গা করে নিয়েছেন তিনি, হয়েছেন কখনও আবার চরম ট্রোল্ড। নেহা কক্কর কখনও বডি শেমিং-এর শিকার, কখনও আবার তাঁর রিয়্যালিটি শোয়ে কাণ্ড দেখে অনেকেই বিরক্ত। ইন্ডিয়ান আইডলের সঙ্গে তাঁর দীর্ঘ সম্পর্ক। তবে সেই নেহা মঞ্চে এমন কিছু কাজ ঘটিয়ে বসেন যা দেখা মাত্রই নেটিজ়েনদের একশ্রেণি অবাক। যদিও এই ভিডিয়ো বছর কুড়ি আগের।