AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নুসরত প্রথম বার ছেলের মুখ দেখাতেই হইহই কাণ্ড! ‘এ তো পুরো…’

Nusrat Jahan: ঈশানের জন্মের আগে কম সমালোচনার সম্মুখীন হতে হয়নি নুসরতকে। একের পর এক তিরস্কার জুটেছিল। এমনকি ঈশানের পিতৃপরিচয় নিয়েও হয়েছিল হইচই। নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক ভেঙে যশকে বিয়ে করেছিলেন নুসরত। সম্পর্কের টানাপড়েন দখল করে নিয়েছিল পেজ থ্রির প্রথম পাতা।

নুসরত প্রথম বার ছেলের মুখ দেখাতেই হইহই কাণ্ড! 'এ তো পুরো...'
| Updated on: May 12, 2024 | 6:10 PM
Share

মেয়ের এক বছর না হওয়া পর্যন্ত মুখ দেখাবেন না– এমনটাই শর্ত দিয়েছিলেন আলিয়া ভাট ও রণবীর কাপুর। মেয়ের জন্মের ৭ মাস পার হলেও এখনও পর্যন্ত ইয়ালিনীর মুখ দেখাননি শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। নুসরত জাহানও তাঁর ছেলে ঈশানকে মুখ দেখাননি এ যাবৎ। তবে এ বছরের মা-দিবসেই ঘটে গেল এক অন্যরকমের ঘটনা! ছেলের বেশ কিছু ছবি পোস্ট করতেই হইহই কাণ্ড। নেটিজেনদের একটা বড় অংশ অভিভূত। কেন জানেন?

একরত্তির সঙ্গে একেবারেই মুখের মিল নেই নুসরতের। বরং বাবা যশ দাশগুপ্তের মুখ যেন কেটে বসানো। মাথার চুল থেকে হাসি– সব কিছুতেই মিল রয়েছে তার। একজন লিখলেন, “কী মিষ্টি হয়েছে। এ তো পুরো বাবার মতো দেখতে”। আর এক নুসরত ভক্তের বক্তব্য, “কেন ছেলের ছবি পোস্ট করেন না দিদি? এত সুন্দর দেখতে। মনটা ভাল হয়ে গেল।”

ঈশানের জন্মের আগে কম সমালোচনার সম্মুখীন হতে হয়নি নুসরতকে। একের পর এক তিরস্কার জুটেছিল। এমনকি ঈশানের পিতৃপরিচয় নিয়েও হয়েছিল হইচই। নিখিল জৈনের সঙ্গে সম্পর্ক ভেঙে যশকে বিয়ে করেছিলেন নুসরত। সম্পর্কের টানাপড়েন দখল করে নিয়েছিল পেজ থ্রির প্রথম পাতা। অবশেষে ২০২১ সালে জন্ম হয় ঈশানের। সম্প্রতি কোয়েল মল্লিকের ছেলে কবীরের জন্মদিনে ছেলেকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন নুসরত। সেখান থেকে প্রকাশ পেয়েছিল একগুচ্ছ ছবি।