Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘অসম্ভব ভাল মানুষ ও…’, বিচ্ছেদের পরও আরবাজের প্রশংসায় পঞ্চমুখ মালাইকা

Bollywood Gossip: নেপথ্যে পরকীয়া নয়, তবে? সম্প্রতি নিজের রিয়ালিটি শো’তে এই নিয়ে মুখ খুললেন মালাইকা। হাজির ছিলেন তাঁর বন্ধু ফারহা খানও। ফারহা জানান, ‘দাবাং’ ছবি অবধি তাঁর ও আরবাজের মধ্যে সব ঠিকই ছিল।

'অসম্ভব ভাল মানুষ ও...', বিচ্ছেদের পরও আরবাজের প্রশংসায় পঞ্চমুখ মালাইকা
Follow Us:
| Updated on: Mar 14, 2025 | 2:30 PM

নিজেই প্রেম প্রস্তাব দিয়েছিলেন আরবাজ খানকে। নিজেই করতে চেয়েছিলেন বিয়ে। তবু কেন ভেঙে গিয়েছিল মালাইকা অরোরা ও আরবাজ খানের বিয়ে? নেপথ্যে ছিল কোন কারণ? বিয়ের ১৮ বছর পর কী এমন হল যে আলাদা হয়ে গেলেন তাঁরা? নেপথ্যে পরকীয়া নয়, তবে? সম্প্রতি নিজের রিয়ালিটি শো’তে এই নিয়ে মুখ খুললেন মালাইকা। হাজির ছিলেন তাঁর বন্ধু ফারহা খানও। ফারহা জানান, ‘দাবাং’ ছবি অবধি তাঁর ও আরবাজের মধ্যে সব ঠিকই ছিল।

এমনকি ওই ছবি ‘মুন্নি বদনাম হুয়ি’ গানেও নাচ করতে দেখা যায় মালাইকাকে। সম্পর্কের অবনতির শুরু কোথা থেকে? মালাইকার উত্তর, “জীবন থেকে আলাদা কিছু চাইতাম। মনে হল কোথাও গিয়ে আমার স্পেসটা হারিয়ে যাচ্ছে। মনে হয়েছিল নিজেকে ঠিক করার জন্য আমায় বন্ধনমুক্ত হতে হবে।” এই কঠিন সময়ে মালাইকার পাশে ছিলেন ফারহা খান ও করণ জোহর। সে কথা মনে করেই আবেগঘন মালাইকা। চোখ ভিজে এল তাঁর। তাঁর কথায়, “তোমরা যেভাবে সঙ্গে ছিলে তা কোনওদিনও ভুলব না।”

খান পরিবারে বিয়ে হয়ে আসার পর থেকে নতুন ভাবে কেরিয়ার শুরু করেছিলেন মালাইকা। বিচ্ছেদ হয়ে গেলেও প্রাক্তন স্বামীকে নিয়ে প্রশংসায় পঞ্চমুখ তিনি। তাঁর কথায়, “অসম্ভব ভাল মানুষ ও। আজ আমি যেরকম, তার নেপথ্যে ভূমিকা আরবাজের। আজ আমি যেখানে তাঁর কৃতিত্বও ওর।” ২০১৬ সালে বিচ্ছেদের ঘোষণা করেন মালাইকা ও আরবাজ। ২০১৭ সালে অফিশিয়ালি ডিভোর্স হয় তাঁদের। বর্তমানে দুজনেই জীবনে অনেকখানি এগিয়ে গিয়েছেন। মালাইকা বেশ কিছু বছর ধরে অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কে রয়েছেন।

অন্যদিকে আরবাজও বিয়ে করেছেন। মালাইকা ও আরবাজের এক সন্তানও রয়েছে। নাম আরহান– বাবা ও মা দুজনে মিলেই মানুষ করেন ছেলেকে। দাম্পত্য ভেঙে গেলেও আজও তাঁরা বন্ধু, অন্তত এমনটাই দাবি মালাইকার।