AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

অঙ্কুশের সহকারীর মৃত্যুর ঘটনায় রাজস্থান থেকে ধৃত এক

গত ৩ মার্চ নিজের বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় পিন্টুর।

অঙ্কুশের সহকারীর মৃত্যুর ঘটনায় রাজস্থান থেকে ধৃত এক
প্রিয় বাপ্পাদা'র সঙ্গে অঙ্কুশ।
| Updated on: Mar 13, 2021 | 8:07 PM
Share

অভিনেতা অঙ্কুশ হাজরার সহকারী পিন্টু দে’ (বাপ্পা) র রহস্যমৃত্যুতে নয়া মোড়। রাজস্থানের ভরতপুর থেকে গ্রেফতার হলেন আয়ুব খানে নামে এক ব্যক্তি।১১ মার্চ তাঁকে গ্রেফতার করেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। পুলিশ সূত্রে খবর, নিজে কলকাতা পুলিশের গোয়েন্দা হিসেবে পরিচয় দিয়ে পিন্টু দেকে ব্ল্যাকমেল করতেন আয়ুব খান। আগামী ২৩ মার্চ পর্যন্ত পুলিশি হেফাজতে রাখা হবে তাঁকে।

গত ৩ মার্চ নিজের বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় পিন্টুর। তদন্তে নেমে পুলিশ জানতে পারে মাঝে মধ্যেই টাকা চেয়ে হুমকি ফোন আসত তাঁর কাছে। পরিবারের পক্ষ থেকেও একই অভিযোগ জানান হয়। কে বা কারা ঠিক কী কারণে পিন্টুকে ফোন করতেন তা নিয়েই শুরু হয় তদন্ত। অবশেষে ১১ মার্চ গ্রেফতার হন আয়ুব।

প্রিয় সহকারীর মৃত্যুর পর তাঁর সঙ্গে ছবি শেয়ার করে অঙ্কুশ একটি পোস্ট লিখেছিলেন। ইনস্টাগ্রামে তিনি লিখেছিলেন, “আজ আমি আমার সবথেকে একজন কাছের মানুষকে হারালাম… এই মানুষটি আমার বাবা-মা’র মতোই খেয়াল রাখত। দশ বছরের এই পথ চলা কোনওদিনও ভুলব না। জেখানেই থেকো ভাল থেকো বাপ্পাদা…”। ‘বাপ্পাদা’-র স্মৃতিতে পোস্ট শেয়ার করেছিলেন ঐন্দ্রিলা সেনও।

View this post on Instagram

A post shared by Ankush (@ankush.official)