সবেতেই কর্তৃত্ব ফলাতে চান শমিতা, বিগ বসে অভিযোগ দিব্যার

Bigg Boss OTT: বিগ বসের ঘরে প্রতিযোগীদের নানা রকম কাজকর্ম কররতে হয়। তেমনই একটি কাজ করার সময় শমিতাকে ‘বস’ বলে কটাক্ষ করেন দিব্যা।

সবেতেই কর্তৃত্ব ফলাতে চান শমিতা, বিগ বসে অভিযোগ দিব্যার
শমিতা এবং দিব্যা।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 15, 2021 | 12:05 PM

শুরু হতে না হতেই জমে উঠেছে বিগ বস ওটিটি। অন্য সব প্রতিযোগীর তুলনায় শমিতা শেট্টির উপর যেন লাইমলাইট অনেকটাই বেশি। পর্ন কান্ডে রাজ কুন্দ্রার গ্রেফতারি জনিত পারিবারিক কারণই এর জন্য দায়ী বলে মনে করেন দর্শক। কখনও কেঁদে ফেলছেন শমিতা, কখনও বা অন্য কোনও প্রতিযোগীর সঙ্গে ঝামলোয় জড়িয়ে পড়ছেন। এ বার দিব্যা আগরওয়ালের সঙ্গে বাদানুবাদে জড়ালেন অভিনেত্রী।

বিগ বসের ঘরে প্রতিযোগীদের নানা রকম কাজকর্ম করতে হয়। তেমনই একটি কাজ করার সময় শমিতাকে ‘বস’ বলে কটাক্ষ করেন দিব্যা। দিব্যার মতে, সব কিছুতেই নাকি কর্তৃত্ব ফলাতে চান শমিতা। তা শুনে শমিতা বলেন, “আমি তিনটে রিয়ালিটি সো করে ফেলেছি। এটা আমার চতুর্থ রিয়ালিটি শো।” এর আগে ‘বিগ বস ৩’, ‘ঝলক দিখলা যা ৮’ এবং ‘ফিয়ার ফ্যাক্টর: খতড়ো কা খিলাড়ি ৯’-এ অংশ নিয়েছিলেন শমিতা।

প্রথমবার ওটিটি প্ল্যাটফর্মে শুরু হয়েছে বিগ বস। আক্ষরিক অর্থেই যে কোনও সময় এই শো দেখতে পাবেন দর্শক। শুরুতেই বড় ঝামেলায় শমিতা । প্রথমে প্রতীক সেজপালের সঙ্গে খাবার নিয়ে সমস্যা তৈরি হয় তাঁর। সে সময় ঝামেলা মেটাতে এগিয়ে যান নিশান্ত। পরে দিব্যা আগরওয়ালের সঙ্গেই এ নিয়ে আলোচনার সময় শমিতা জানান, নিশান্তকে এই শোয়ে অংশ নেওয়ার আগে থেকেই চিনতেন। তবে ব্যক্তি পরিচয় ছিল না। এখন আবার দিব্যার সঙ্গেই ঝামেলায় জড়ালেন তিনি।

সে সময় শমিতা বলেন, ‘একটা ঘটনা ঘটেছিল। আমি তার উল্লেখ করতে চাই না। কিন্তু সেটাতে নিশান্ত নিজের সীমা লঙ্ঘন করেছিল। আমি ওই ঘটনার পর ওকে বলেছিলাম, যা করেছে ভুল করেছে। তারপর থেকে ও আর আমার সঙ্গে কথা বলত না। আমি ওর সঙ্গে দূরত্ব বজায় রাখতে চেয়েছি। কারণ ওই ঘটনার কথা আর মনে করতে চাই না। ওই সময়ে ওর সঙ্গে দেখা হলে রিঅ্যাক্ট করে ফেলতাম, সেটা জানি।’ নিশান্ত পেশায় একজন কোরিওগ্রাফার। মঞ্চে বিভিন্ন ডান্স ফর্ম কোরিওগ্রাফ করার সময় শমিতার সঙ্গে তাঁর আলাপ হয়। বিগবসের ঘরে ঢুকেই শমিতা রবিবার বলেছিলেন, “সময় ভাল হোক বা খারাপ, যদি নিঃশ্বাস নেওয়া আমরা বন্ধ না করি তাহলে কাজ কেন ছাড়ব?” বলেছিলেন, “বিগবসের অফার আমি অনেক আগেই পেয়েছি। আমি তখনই ওঁদের বলে দিয়েছিলাম এই রিয়ালিটি শো’য়ে অংশ নেওয়ার কথা। কিন্তু তার পর এত কিছু হয়ে গেল ভেবেছিলাম বিগ বসের ঘরে আমি প্রবেশ করব না। কিন্তু একবার যখন বলে দিয়েছি তখন সেখান থেকে মুখ ফেরানো উচিত নয়।” অর্থাৎ শমিতার বক্তব্য অনুযায়ী, পরিবারের উপর ঝড় ওঠার আগেই নাকি বিগবসে যাওয়া মনস্থির করে ফেলেছিলেন তিনি।

তবে মুম্বইয়ের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, শমিতা ঘনিষ্ঠ এক ব্যক্তি জানিয়েছেন, বিগ বস ওটিটির কোনও অফারই শিল্পার কাছে ছিল না। শো অন এয়ার হওয়ার চার দিন আগে তাঁর কাছে নাকি প্রস্তাব পৌঁছয়। শো’য়ে প্রবেশের ঠিক এক দিন আগে হ্যাঁ বলেন শমিতা। সেই সূত্রের দাবি, প্রযোজক ও চ্যানেল ভেবেছিলেন শো’র টিআরপি বাড়াতে শমিতাকেই তুরুপের তাস মনে করেছেন তাঁরা। বিগবস এমন এক শো যেখানে প্রকাশ্যে চলে আসে ব্যক্তিগত জীবনের নানা খুঁটিনাটি। প্রকাশ পেয়ে যায় নানা না বলা কথা। শমিতার জীবন জুড়ে চলা বিতর্ক বর্তমান সময়ে শো’র টিআরপি বাড়ানোর সহায়ক হবেই বলে মনে করেছেন। কী বলা যায় একে? পাব্লিসিটি স্টান্ট? যদিও সূত্রের এই বক্তব্যের সঙ্গে শমিতার বক্তব্যের কোনও মিল নেই।

আরও পড়ুন, টক্সিক রিলেশন থেকে বেরিয়ে যাওয়া মানে স্বাধীনতা: অলিভিয়া সরকার