লাল রঙা শাড়ি। খোলা চুল। কাজল কালো চোখ। ছোট্ট টিপের সাজ। অভিনেত্রী পায়েল দে একেবারে যেন ঘরের মেয়ে। কখনও কফি হাতে বারান্দায় একলা। কখনও আনমনে বিছানায় বই পড়ছেন। কখনও বা বৃষ্টিভেজা রাজপথে বেরিয়েছেন। একলাই কফি খেলেন কোনও এক ক্যাফেতে…। এমন বিভিন্ন মূহূর্ত ফ্রেমবন্দি হয়েছে পায়েলের প্রথম ইউটিউব ভিডিয়োতে। গত ২৫ সেপ্টেম্বর যা প্রকাশিত হয়েছে।
নতুন ইউটিউব চ্যানেলের যাত্রা সদ্য শুরু করেছেন পায়েল। তাঁর প্রথম ভিডিয়ো ইতিমধ্যেই দর্শক পছন্দ করছেন। ছয় মিনিটের ভিডিয়োতে ধরা রয়েছে একটি গল্প। নিজের ভালবাসার মানুষের জন্য এক মহিলার অপেক্ষার জার্নি ধরা পড়েছে। ব্যাকগ্রাউন্ডে আশা ভোঁসলের গাওয়া বিখ্যাত গান ‘চ্যায়ন সে হামকো কভি…।’ কিন্তু পায়েল ব্যবহার করেছেন সৌরেন্দ্র-সৌম্যজিতের পারফর্ম করা গানটি।
নতুন যাত্রা। কেরিয়ারের নতুন পদক্ষেপ। অনেক আশা নিয়ে শুরু করছেন পায়েল। যে কোনও কাজের মতোই এ কাজেও তাঁর যত্নের কোনও অভাব নেই। নিজের মনের মতো করে, নিজে যে বিষয়গুলো ভালবাসেন প্রাথমিক ভাবে সে সব নিয়েই নিজস্ব চ্যানেলের জন্য কাজ করেছেন। অন্যরকম বেশ কিছু শুটিং ইতিমধ্যেই করেছেন তিনি।
এ প্রসঙ্গে TV9 বাংলাকে আগেই পায়েল বলেছিলেন, “মেনলি ইটস অ্যাবাউট দ্য আদার সাইড অব পায়েল। ট্রাভেলিং, মিক্সড ব্যাগ, কলকাতা শহরকে নিয়ে অনেক কিছু। চেষ্টা চালানো হচ্ছে। কতটা মানুষের ভাল লাগবে জানি না। তবে পায়েলের যে সব ভাললাগা সেগুলোকে এই চ্যানেলটাতে ইনকরপোরেট করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও একটা পরিকল্পনা আছে। রাস্তাঘাটে অনেক নিউ ট্যালেন্টস দেখতে পাই, সেগুলোও যদি ইনকরপোরেট করা যায়। এটা ভবিষ্যতের ভাবনা। তবে প্রাথমিক ভাবে শুরু করব পায়েলের অন্যদিক আর বন্ধুদের সঙ্গে এই সার্কেলে যাঁরা রয়েছেন, তাঁদের সঙ্গে কমিউনিকেশন…।”
সদ্য বড়পর্দায় ডেবিউ করে ফেলেছেন পায়েল। সৌজন্যে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘মুখোশ’। অভিনয় জগতে প্রায় ১৬ বছরের জার্নি তাঁর। বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে নিজের অভিনয় দক্ষতায় দর্শকের ভালবাসা পেয়েছেন। একের পর এক চরিত্র দর্শককে উপহার দিয়েছেন। মেরাখ, তাঁর একমাত্র সন্তান জন্মের পর কিছুদিনের বিরতি নিয়েছিলেন। ছেলের সব কাজ একা হাতে করতেন তিনি। আসলে ছেলের বড় হওয়ার কোনও মুহূর্তই মিস করতে চাননি। ফের স্বমহিমায় কাজে ফিরেছেন তিনি। জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’তে এখন প্রতিদিন পায়েলের অভিনয় দেখেন দর্শক। ধারাবাহিকের পাশাপাশি অন্য ফর্মেও ধীরে ধীরে কাজ শুরু করেছেন। আলাদা চিন্তাভাবনা, আলাদা উপস্থাপনার মাধ্যমে পায়েলের ইউটিউব চ্যানেল কতটা আলাদা হয়ে উঠতে পারে তা দেখার অপেক্ষাতে রয়েছেন দর্শক।
আরও পড়ুন, Sudipa Chatterjee: গুপ্তশত্রু, জ্ঞাতিশত্রু, তন্ত্র-মন্ত্র থেকে বাঁচতে নতুন উপায় বের করলেন সুদীপা!
লাল রঙা শাড়ি। খোলা চুল। কাজল কালো চোখ। ছোট্ট টিপের সাজ। অভিনেত্রী পায়েল দে একেবারে যেন ঘরের মেয়ে। কখনও কফি হাতে বারান্দায় একলা। কখনও আনমনে বিছানায় বই পড়ছেন। কখনও বা বৃষ্টিভেজা রাজপথে বেরিয়েছেন। একলাই কফি খেলেন কোনও এক ক্যাফেতে…। এমন বিভিন্ন মূহূর্ত ফ্রেমবন্দি হয়েছে পায়েলের প্রথম ইউটিউব ভিডিয়োতে। গত ২৫ সেপ্টেম্বর যা প্রকাশিত হয়েছে।
নতুন ইউটিউব চ্যানেলের যাত্রা সদ্য শুরু করেছেন পায়েল। তাঁর প্রথম ভিডিয়ো ইতিমধ্যেই দর্শক পছন্দ করছেন। ছয় মিনিটের ভিডিয়োতে ধরা রয়েছে একটি গল্প। নিজের ভালবাসার মানুষের জন্য এক মহিলার অপেক্ষার জার্নি ধরা পড়েছে। ব্যাকগ্রাউন্ডে আশা ভোঁসলের গাওয়া বিখ্যাত গান ‘চ্যায়ন সে হামকো কভি…।’ কিন্তু পায়েল ব্যবহার করেছেন সৌরেন্দ্র-সৌম্যজিতের পারফর্ম করা গানটি।
নতুন যাত্রা। কেরিয়ারের নতুন পদক্ষেপ। অনেক আশা নিয়ে শুরু করছেন পায়েল। যে কোনও কাজের মতোই এ কাজেও তাঁর যত্নের কোনও অভাব নেই। নিজের মনের মতো করে, নিজে যে বিষয়গুলো ভালবাসেন প্রাথমিক ভাবে সে সব নিয়েই নিজস্ব চ্যানেলের জন্য কাজ করেছেন। অন্যরকম বেশ কিছু শুটিং ইতিমধ্যেই করেছেন তিনি।
এ প্রসঙ্গে TV9 বাংলাকে আগেই পায়েল বলেছিলেন, “মেনলি ইটস অ্যাবাউট দ্য আদার সাইড অব পায়েল। ট্রাভেলিং, মিক্সড ব্যাগ, কলকাতা শহরকে নিয়ে অনেক কিছু। চেষ্টা চালানো হচ্ছে। কতটা মানুষের ভাল লাগবে জানি না। তবে পায়েলের যে সব ভাললাগা সেগুলোকে এই চ্যানেলটাতে ইনকরপোরেট করার চেষ্টা করছি এবং ভবিষ্যতেও একটা পরিকল্পনা আছে। রাস্তাঘাটে অনেক নিউ ট্যালেন্টস দেখতে পাই, সেগুলোও যদি ইনকরপোরেট করা যায়। এটা ভবিষ্যতের ভাবনা। তবে প্রাথমিক ভাবে শুরু করব পায়েলের অন্যদিক আর বন্ধুদের সঙ্গে এই সার্কেলে যাঁরা রয়েছেন, তাঁদের সঙ্গে কমিউনিকেশন…।”
সদ্য বড়পর্দায় ডেবিউ করে ফেলেছেন পায়েল। সৌজন্যে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘মুখোশ’। অভিনয় জগতে প্রায় ১৬ বছরের জার্নি তাঁর। বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে নিজের অভিনয় দক্ষতায় দর্শকের ভালবাসা পেয়েছেন। একের পর এক চরিত্র দর্শককে উপহার দিয়েছেন। মেরাখ, তাঁর একমাত্র সন্তান জন্মের পর কিছুদিনের বিরতি নিয়েছিলেন। ছেলের সব কাজ একা হাতে করতেন তিনি। আসলে ছেলের বড় হওয়ার কোনও মুহূর্তই মিস করতে চাননি। ফের স্বমহিমায় কাজে ফিরেছেন তিনি। জনপ্রিয় ধারাবাহিক ‘দেশের মাটি’তে এখন প্রতিদিন পায়েলের অভিনয় দেখেন দর্শক। ধারাবাহিকের পাশাপাশি অন্য ফর্মেও ধীরে ধীরে কাজ শুরু করেছেন। আলাদা চিন্তাভাবনা, আলাদা উপস্থাপনার মাধ্যমে পায়েলের ইউটিউব চ্যানেল কতটা আলাদা হয়ে উঠতে পারে তা দেখার অপেক্ষাতে রয়েছেন দর্শক।
আরও পড়ুন, Sudipa Chatterjee: গুপ্তশত্রু, জ্ঞাতিশত্রু, তন্ত্র-মন্ত্র থেকে বাঁচতে নতুন উপায় বের করলেন সুদীপা!