AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পাকিস্তানের ক্রিকেটরের সঙ্গে রেখার বিয়ে ফাইনাল, কোষ্ঠী মিলিয়ে ফেলেন নায়িকার মা

আশির দশকে রেখা ও ইমরান খানের ঘনিষ্ঠতা ঘিরে গ্ল্যামার ও ক্রিকেট দুনিয়ায় জোর চর্চা শুরু হয়। একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা যায়, এমনকি মুম্বইয়ের সমুদ্রসৈকতে সময় কাটানো এবং শুটিং সেটে ইমরানের উপস্থিতির কথাও উঠে আসতে দেখা যায় তৎকালিন প্রতিবেদনে।

পাকিস্তানের ক্রিকেটরের সঙ্গে রেখার বিয়ে ফাইনাল, কোষ্ঠী মিলিয়ে ফেলেন নায়িকার মা
| Edited By: | Updated on: Dec 16, 2025 | 2:22 PM
Share

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান বরাবরই খবরের শিরোনামে থেকেছেন। সম্প্রতি এক খবর ছড়িয়ে পড়তে শোনা যায়, তাঁর মৃত্যুকে কেন্দ্র করে। রটে যায় রাওয়ালপিন্ডির হাই-সিকিউরিটি আদিয়ালা জেলে তাঁকে হত্যা করা হয়েছে। যদিও এই সংক্রান্ত কোনও সরকারি বা নির্ভরযোগ্য সূত্রে এখনও পর্যন্ত কোনও নিশ্চিত তথ্য মেলেনি। ফলে পুরো বিষয়টিই আপাতত জল্পনার স্তরেই রয়ে গিয়েছে। তবে তাঁকে নিয়ে গসিপ গুঞ্জন নতুন নয়। ব্যক্তিজীবনে একাধিকবার তিনি নায়িকাদের মনে ঝড় তুলে সম্পর্কের বিতর্কে জড়িয়েছেন।

বলিউডের একাধিক প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে ইমরান খানের নাম জড়ানো নিয়ে আশির দশকে তুমুল চর্চা হয়েছিল। সেই তালিকায় ছিলেন জিনাত আমান, শাবানা আজমি, মুনমুন সেনের মতো অভিনেত্রীরা। তবে যাঁর সঙ্গে ইমরানের সম্পর্ক নিয়ে সবচেয়ে বেশি আলোড়ন পড়ে, তিনি হলেন অভিনেত্রী রেখা।

আশির দশকে রেখা ও ইমরান খানের ঘনিষ্ঠতা ঘিরে গ্ল্যামার ও ক্রিকেট দুনিয়ায় জোর চর্চা শুরু হয়। একাধিকবার তাঁদের একসঙ্গে দেখা যায়, এমনকি মুম্বইয়ের সমুদ্রসৈকতে সময় কাটানো এবং শুটিং সেটে ইমরানের উপস্থিতির কথাও উঠে আসতে দেখা যায় তৎকালিন প্রতিবেদনে। ১৯৮৫ সালের একটি রিপোর্টে দাবি করা হয়, রেখা ও ইমরান পরস্পরের প্রেমে গভীর মগ্ন ছিলেন।

সেই সময় আরও খবর রটে, রেখার মা পুষ্পবল্লী এই সম্পর্ক নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন এবং ইমরানকে মেয়ের জন্য আদর্শ পাত্র হিসেবেই মনে করে ছিলেন। এমনকি তিনি নাকি জ্যোতিষীর পরামর্শও নিয়েছিলেন এই বিয়ের জন্যে। যদিও শেষ পর্যন্ত এই সম্পর্ক পরিণতি পায়নি। কী কারণে সব ভেস্তে যায়, তা নিয়ে কখনও প্রকাশ্যে মুখ খোলেননি রেখা বা ইমরান—সবটা থেকে যায় রহস্যই।

রেখার পাশাপাশি ইমরান খানের নাম জড়িয়েছিল জিনাত আমানের সঙ্গেও। সত্তরের দশকের শেষ দিকে তাঁদের সম্পর্ক নিয়ে ব্যাপক গুঞ্জন ছড়ায়। শোনা যায়, ভারতে একটি ম্যাচ খেলতে এসে ইমরান নাকি জিনাতের প্রেমে পড়েছিলেন এবং তাঁর ২৭তম জন্মদিনও কাটিয়েছিলেন অভিনেত্রীর সঙ্গে। যদিও এই সম্পর্ক নিয়েও কোনও আনুষ্ঠানিক স্বীকৃতি মেলেনি।

পরবর্তীতে শাবানা আজমি ও মুনমুন সেনের সঙ্গেও ইমরানের নাম জড়ালেও, এই সম্পর্কগুলির কোনওটিই কখনও প্রকাশ্যে স্বীকার করা হয়নি। একবার অবশ্য এ প্রসঙ্গে ইমরান খান মুখ খুলেছিলেন। তবে তা কেবল রেখাকে কেন্দ্র করে নয়, অভিনেত্রীদের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেছিলেন—  “অভিনেত্রীদের সঙ্গ ভাল, তবে অল্প সময়ের জন্য। কিছুদিন উপভোগ করি, তারপর সে সম্পর্ক থেকে এগিয়ে যাই। কোনও অভিনেত্রীকে বিয়ে করার কথা আমি ভাবতেই পারি না।”

রাজনীতি, ক্রিকেট এবং ব্যক্তিগত জীবনের নানা অধ্যায়ে ইমরান খানের সঙ্গে বিতর্ক-সমালোচনার ছিল গভীর সংযোগ। আজও তাঁর নামের সঙ্গে জড়িয়ে থাকা বিতর্ক ও গুজবের মাধ্যমে তাঁর সেই বর্ণময় অতীতে ফেরেন অনেকেই। যা এখনও কৌতূহল জাগায় অনুরাগীদের মনে।

SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
SIR: প্লে স্টোরে এই অ্যাপ ডাউনলোড করে খুঁজে নিন আপনার নাম
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
খসড়া তালিকায় নাম থাকলেও আপনাকে ডাকতে পারে কমিশন!
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
লোকে মেসিকে দেখতে গিয়েছিল, মেসির এক মাসিকে দেখে ফিরে এসেছে: সজল
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
'উপমুখ্যমন্ত্রী হবে হুমায়ুন...', ভোটের আগেই 'ফলাফল ঘোষণা' সজলের
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
খসড়া তালিকায় নাম আছে কি না, ওয়েবসাইটে খুঁজে না পেলে কীভাবে জানবেন
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
অপেক্ষা শুধু আজ রাতের, মঙ্গলেই দেখতে পাবেন আপনার নাম তালিকায় উঠল কি না
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
হাতে আর ১ মাস..., গঙ্গাসাগরের জন্য বৈঠক ডাকলেন মমতা
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
টিকিটটা হাতে নিয়েই দর্শক গড়গড় বলে গেলেন...
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
৬৩ বছরের বয়সী বাবার দুই ছেলের বয়স ৫৯ আর ৫৮! জানাজানি হতেই মাথায় হাত
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে
এই বাংলায় ৯৫ হাজার জন রয়েছে, যারা ১৫ বছরের কম বয়সেই বাবা হয়েছে