Bachchan Family: অমিতাভ বা জয়া বচ্চনের কোনও ছবি দেখতে পাবেন না আর …কেন জানেন?
Bachchan Family: পাপারাজ্জিদের সঙ্গে বরাবরই অম্লমধুর সম্পর্ক জয়া বচ্চনের। বিমানবন্দরে হোক কিংবা ফিল্মি পার্টি, বিয়ে বাড়ি। পাপারাজ্জিরা দুম করে পৌঁছে তুলে ফেলেন ছবি। পাপারাজ্জিদের এই ব্য়বহারই একেবারে পছন্দ নয় জয়া বচ্চনের। আর এ ব্যাপারে তাঁর একেবারেই রাখঢাক নেই।
পাপারাজ্জিদের সঙ্গে বরাবরই অম্লমধুর সম্পর্ক জয়া বচ্চনের। বিমানবন্দরে হোক কিংবা ফিল্মি পার্টি, বিয়ে বাড়ি। পাপারাজ্জিরা দুম করে পৌঁছে তুলে ফেলেন ছবি। পাপারাজ্জিদের এই ব্য়বহারই একেবারে পছন্দ নয় জয়া বচ্চনের। আর এ ব্যাপারে তাঁর একেবারেই রাখঢাক নেই। ক্য়ামেরার সামনেই স্পষ্ট করেন তাঁর বিরক্তি। সেই ভিডিয়ো ভাইরাল সোশাল মিডিয়ায়। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর বিরক্তির কারণও প্রকাশ করেছেন জয়া বচ্চন। জয়ার কথায়, এরা আবার সাংবাদিক নাকি! আমি জানি সাংবাদিক কাকে বলে, আমি এক সাংবাদিকের মেয়ে। এরা তো নোংরা পোশাক পরে চলে আসে, হাতে চারটে ফোন, আজেবাজে প্রশ্ন। সব অশিক্ষিত। অশ্লীল মন্তব্য করে। এদের কী করে সাংবাদিক বলা যায়! তাই আমার সম্পর্কে যে যাই বলুক, আমি এদের পছন্দ করি না। সূত্রের খবর অনুযায়ী, জয়া বচ্চনের এই কথাতেই অপমানিত বোধ করছেন মুম্বইয়ের পাপারাজ্জিরা। জয়ার নোংরা পোশাক ও অশিক্ষিত মন্তব্যেই রেগে লাল মুম্বইয়ের ছবি শিকারির দল। তাঁরা স্পষ্ট জানান, ছবি শিকারিরা যদি না আসে, তাহলে প্রচার কীভাবে হবে?
