
ভিকি কৌশল ও ক্যাটরিনা কইফের পর এবার পত্রলেখা ও রাজকুমার রাওয়ের কোল আলো করে জন্ম নিল প্রথম সন্তান। চতুর্থ বিবাহ বার্ষিকীতে সুখবর শোনালেন দম্পতি। সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট শেয়ার করে তাঁরা লিখেছেন, “আমাদের চতুর্থ বিবাহ বার্ষিকীতে ঈশ্বর আমাদের কন্যা সন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন।”
নবজাতকের আগমনের খবরে শুভেচ্ছার বন্যা বয়ে বইছে নেটপাড়ায়। সদ্য বাবা হয়েছেন বরুণ ধাওয়ান, তিনি লেখেন, “ক্লাবে স্বাগত!” এদিকে রাজকুমারের ঘনিষ্ঠ ফারাহ খানের শুভেচ্ছায় থাকল বিশেষ চমক। তিনি শেয়ার করে বসেন রাজকুমার–পাত্রলেখার বেবি শাওয়ারের বেশ কিছু অদেখা কিছু ছবি। যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুমা কুরেশি, সাকিব সেলিম, সোনাক্ষী সিনহা, জহির ইকবালসহ আরও অনেকে।
নভেম্বর মাসে একাধিক স্টারকিডদের জন্মদিন। মোটের ওপর নভেম্বর ডিসেম্বরে সেলিব্রেশনেই ব্যস্ত থাকে সিনেপাড়া। বহু তারকাই এই সিজনে নতুন সংসার পাতেন। এবারও রশ্মিকা মন্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ের অপেক্ষায় পলক গুনছে অনুরাগীরা। তারই মাঝে পর পর দুই খুশির খবর। ভিকি কৌশনের পরিবারে নতুন সদস্য আসার খবর মিলেছে কিছুদিন। তারপরই এবার পত্রলেখা রাজকুমার শোনালেন সুখবর। কন্যা সন্তানের জন্মের খবর প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার বন্যা। অনুরাগীরা ভালবাসায় ভরিয়ে দিচ্ছে জুটিকে।
রাজকুমারের বয়স বর্তমানে ৪১ এবং পত্রলেখার বয়স ৩৫ বছর। মা হওয়ার আগে মাতৃত্ব প্রসঙ্গে খোলামেলা আড্ডায় একাধিক বিষয় তুলে ধরেছিলেন পত্রলেখা। গত সেপ্টেম্বর এক সাক্ষাৎকারে পত্রলেখা জানিয়েছিলেন, তিনি তিন বছর আগেই নিজের ডিম্বাণু সংরক্ষণ (egg freezing) করিয়ে রেখেছিলেন, যাতে ভবিষ্যতে মাতৃত্বের সিদ্ধান্তে কোনও সমস্যা না হয়। যদিও তিনি স্বাভাবিক পদ্ধতিতেই অন্তঃসত্ত্বা হন বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে কিছুদিন আগে তিনি বলেন, “তিন বছর আগে ডিম্বাণু সংরক্ষণ করিয়েছিলাম। এখন অন্তঃসত্ত্বা আমি। আমার মনে হয়, স্বাভাবিকভাবে অন্তঃসত্ত্বা হওয়া ডিম্বাণু সংরক্ষণের চেয়ে বেশি সহজ ছিল। এটা ঠিক কতটা কঠিন বিষয়, সেই সময় চিকিৎসক জানাননি আমাকে। ওই গোটা প্রক্রিয়ার চেয়ে এটা অনেক বেশি সহজ মনে হয়েছে আমার।”
প্রসঙ্গত, রাজকুমার ও পত্রলেখার সম্পর্কের শুরু ২০১৪ সালে হানসল মেহতা পরিচালিত ‘সিটি লাইটস’ ছবির সেট থেকে। সাত বছরের প্রেমের পর ২০২১ সালে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। আর বিয়ের চার বছর পর তাঁদের পরিবারে নতুন সদস্যের আগমন।