AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাকে কষ্ট দিতে চান না বলে ৪০-এও অবিবাহিত প্রভাস, অবশেষে মুখ খুললেন বাহুবলী

Prabhas Secret: জল্পনা কিছুদিনের মধ্যেই থেমে যায়। শোনা যায় তাঁদের সম্পর্কে ভাঙন দেখা গিয়েছে। তারপর আসে কৃতি শ্যাননের নাম। আদিপুরুষ ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। সেই সেটেই নাকি তাঁদের মন দেওয়া নেওয়া চলেছিল। 

কাকে কষ্ট দিতে চান না বলে ৪০-এও অবিবাহিত প্রভাস, অবশেষে মুখ খুললেন বাহুবলী
| Updated on: May 23, 2024 | 7:10 PM
Share

দক্ষিণী সুপারস্টার প্রভাস। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক ছবিতে বাজিমাত করেছেন তিনি। তবে দক্ষিণী এই স্টার প্যান ইন্ডিয়ার মুখ হয়ে ওঠেন পরিচালক রাজামৌলি-র ছবি বাহুবলীর হাত ধরে। এই ছবি রাতারাতি ১২০০ কোটি টাকা উপার্জন করেছিল। সকলে তাক লাগিয়ে দিয়ে মহেন্দ্র বাহুবলি পর্দায় ঝড় তুলেছিল। প্রভাসের সেই লুকে মন দিয়েছিলেন হাজার হাজার মহিলা। আর শোনা গিয়েছিল তিনি নাকি মন দিয়েছেন, সেই ছবিরই নায়িকা অনুষ্কাকে। যদিও সে জল্পনা কিছুদিনের মধ্যেই থেমে যায়। শোনা যায় তাঁদের সম্পর্কে ভাঙন দেখা গিয়েছে। তারপর আসে কৃতি শ্যাননের নাম। আদিপুরুষ ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করেছিলেন। সেই সেটেই নাকি তাঁদের মন দেওয়া নেওয়া চলেছিল।

যদিও সেই তথ্যও খুব বেশিদিন স্থায়ী হয়নি ভক্তমনে। প্রভাসের বিয়ের অপেক্ষায় যাঁরা দিনগুনছেন, ফলে তাঁরাও কোনও নির্দিষ্ট উত্তর পাচ্ছেন না। বলিউডে সলমন ও দক্ষিণী দুনিয়ায় প্রভাস, দুই ব্যাচেলরকে নিয়ে ভক্তদের যেন রাতের ঘুম উড়ে গিয়েছে। কেন বিয়ে করছেন না প্রভাস? কাউকে মন দিয়েছেন কি গোপনে? ৪৪-ও তিনি কার কথা ভেবে বিয়ে থেকে পিছিয়ে আসছেন? এতদিন এই সকল প্রশ্নের উত্তর না পাওয়া গেলেও এবার তা এল সামনে। জানা গেল আসল কারণ।

তাঁর আগামী ছবি কালকি ২৮৯৮ এ ডি’র প্রচারে এসে এই প্রসঙ্গে মুখ খোলেন তিনি। বললেন, ‘’আমি শীঘ্রই বিয়ে করছি না কারণ আমি আমার মহিলা ভক্তদের অনুভূতিতে আঘাত করতে চাই না।’’ তিনি এখন কেরিয়ার নিয়ে ব্যস্ত। সাহো ছবি মুক্তি পাওয়ার পর তিনি একের পর এক ফ্লপের মুখোমুখি হয়েছেন। এবার তাই বক্স অফিসকে পাখির চোখ করেছেন তিনি ও তাঁর টিম। এখন দেখার কল্পি তাঁর ভাগ্য ফেরায় কি না!