এক ছবিতে প্রসেনজিৎ-দেবশ্রী এবং ঋতুপর্ণা?
জোর খবর টলিউডে। এক দীর্ঘ বিরতির পর অবশেষে আবারও এক ছবিতে অভিনয় করতে চলেছেন দেবশ্রী রায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
জোর খবর টলিউডে। এক দীর্ঘ বিরতির পর অবশেষে আবারও এক ছবিতে অভিনয় করতে চলেছেন দেবশ্রী রায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সূত্র বলছে তেমনটাই। জানা যাচ্ছে, ছবিটিতে প্রসেনজিৎ এবং দেবশ্রী রায় ছাড়াও রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্তও। আর এই অসম্ভবকেই সম্ভব করে তুলছেন প্রযোজনা সংস্থা উইন্ডোজ। সূত্র বলছে তেমনটাই।
ঋতুপর্ণা এবং প্রসেনজিৎ জুটি হিসেবে কামব্যাক করেছিলেন ওই প্রযোজনা সংস্থার হাত ধরেই। ২০১৬ সালে ‘প্রাক্তন’ মুক্তির মধ্য দিয়ে। ছবির কনেসেপ্ট থেকে প্লট… মনে ধরেছিল দর্শকদেরও। প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটি আবারও বড় পর্দায় ফিরে আসুক…এমনটাই আর্জি জানিয়েছিলেন সিনেপ্রেমীরা। সেই আর্জিকে মাথায় রেখেই উইন্ডোজের কর্ণধার শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় এমন একটি প্রয়াস নিতে চলেছেন বলে জোর গুঞ্জন। অন্যদিকে ব্যক্তিগত নানা কারনে দীর্ঘদিন একে অপরের সঙ্গে জুটি বাঁধেননি দেবশ্রী রায় এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। এই ছবিতে সম্ভব হচ্ছে তাও। ইন্ডাস্ট্রির বেশ কয়েকটি সূত্র বলছে, কথাবার্তাও এগিয়েছে অনেকটাই।
যদিও এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি দেবশ্রী-প্রসেনজিৎ এবং ঋতুপর্ণাও। আর পরিচালক-প্রযোজক শিবপ্রসাদ? টিভিনাইন বাংলার তরফ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সাফ জানিয়ে দেন,” আপাতত আমাদের তরফ থেকে এ নিয়ে কিছু বলতে চাইছি না”। তবে উৎসাহে ভাঁটা পড়েনি অনুরাগীদের। সত্যিই যদি এই সিনেমার বাস্তবায়ন সম্ভব তবে তা চলচ্চিত্র জগতের অন্যতম মাইলস্টোন হবে বলে আশাবাদী অনুরাগীরা।
View this post on Instagram