Rachana Banerjee: ছেলেকে নিয়ে বিদেশ ট্রিপে রচনা, খোশ মেজাজে ভাইরাল একাধিক ফ্রেমে
Viral Post: রচনা বন্দ্যোপাধ্যায় বরাবরই তিনি টলিপাড়ার ক্রাশ। বয়স যেন তাঁর কিছুতেই বাড়ে না। একের এর পর এক ভাল ছবি সকলকে উপহার দিয়েছেন তিনি।
রচনা বন্দ্যোপাধ্যায়, একের পর এক সোশ্যাল পোস্ট তাঁর বর্তমানে ভাইরাল। সোশ্যাল মিজিয়াতে বারবরই সক্রিয় তিনি। তারই মাঝে এবার বিদেশ থেকে একাধিক ফ্রেম শেয়ার করে নিলেন তিনি সকলের সঙ্গে। তালিকা থেকে বাদ পড়ল না ছেলেও। বন্দুদের সঙ্গে ইউরোপ ট্রিপে গিয়েছেন রচনা। মনোরম পরিবেশে ধরা দিলেন খোশ মেজাজে। গোটা শরীর জুড়ে প্রশান্তির ছাপ। একের পর এক ছবিতে ভাইরাল হলেন টলিউড সেলেব। রচনা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে ভক্তদের মনে উত্তেজনার পারদ কম নয়। দিদি নম্বর ওয়ান সেট থেকে নিত্য ভক্তদের সঙ্গে যোগাযো রেখে চলেছেন রচনা।তবে এবার বেশ কিছুদিনের ছুটিতে গেলেন রচনা বন্দ্যোপাধ্যায়। কখনও স্টাইলিস পোজ়, কখনও আবার নো মেকআপ লুকে নজর কাড়লেন তিনি। কমেন্ট বক্সে ভালবাসায় ভরিয়ে দিলেন ভক্তরা।
View this post on Instagram
রচনা বন্দ্যোপাধ্যায় বরাবরই তিনি টলিপাড়ার ক্রাশ। বয়স যেন তাঁর কিছুতেই বাড়ে না। একের এর পর এক ভাল ছবি সকলকে উপহার দিয়েছেন তিনি। বলিউডে গিয়েও নিজের ছাপ রেখেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। তবে একটা সময়ের পর রচনা বন্দ্যোপাধ্যায় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন। ২০১২ সাল থেকে দিদি নম্বর ওয়ান-এ সঞ্চালিকার কাজ শুরু করেছিলেন রচনা। তবে থেকেই দর্শকদের নজরের কেন্দ্রে তিনিই রিল লাইফের দিদি। তবে সম্প্রতিতে মাদার্স ডে-তে স্পেশ্যাল পর্বে এবার চেয়ারে বসে দেখা মিলল রচনা বন্দ্যোপাধ্যায়ের। তিনি পায়ে চোট পেয়েছিলেন।
View this post on Instagram
তবে তার কিছুদিনের মধ্যেই আবার বেরিয়ে পড়লেন রচনা বন্দ্যোপাধ্যায়। ঝড়ের গতিতে ভাইরাল এই সেলেব। বিদেশ ট্রিপে গিয়ে বন্ধুদের সঙ্গে ভাল সময় কাটাচ্ছেন তিনি। মাঝে মধ্যেই সময় সুযোগ পেলে তিনি বেরিয়ে পড়েন রচনা। এবারও ঠিক তেমনটাই করলেন অভিনেত্রী। ব্যতিক্রম হল না চেনা রুটিনের। তবে এবার মায়ের পাশে ছেলেকে দেখে দর্শকেরা বেশ আপ্লুত। ছেলেকে আগলে বড় করছেন তিনি। শোয়ে মাঝে মধ্যেই ছেলেকে নিয়ে মুখ খুলতে দেখা যায় তাঁকে।