Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

শিবপ্রসাদের কান মুলে দিলেন রাখী, পরিচালকের অবস্থা দেখে দুঃখিত কাঞ্চন

Viral Post: শিবপ্রসাদ নিজেও ২৫ মার্চ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, "ছোটবেলায় মায়ের থেকে কানমোলা খেয়েছি বহুবার। আবার অনেক বছর পর IFFI-র মঞ্চে সবার সামনে রাখীদির কাছ থেকে কানমোলা খেলাম।"

শিবপ্রসাদের কান মুলে দিলেন রাখী, পরিচালকের অবস্থা দেখে দুঃখিত কাঞ্চন
Follow Us:
| Updated on: Mar 26, 2025 | 3:23 PM

শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের নতুন ছবি ‘আমার বস’ এখন চর্চায়। আর মাত্র কয়েকটা সপ্তাহের অপেক্ষা। এমনই সময় এ কোন ছবি এল সামনে! শিবপ্রসাদের কান ধরে টান দিচ্ছেন বর্ষীয়ান অভিনেত্রী রাখি গুলজার। কী এমন ঘটল ছবির সেটে? নাহ, চমকে ওঠার মতো কোনও ঘটনা নয়। এটি বাস্তবে ঘটেনি, ছবির একটি দৃশ্য মাত্র। যদি এই মজার ছবিটি সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এটি ‘আমার বস’ ছবির নতুন এক পোস্টার।

প্রযোজনা সংস্থার পক্ষ থেকে পোস্টারটি শেয়ার করার পরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে নানা মজার মন্তব্য। ক্যাপশনে কেউ লিখলেন, “মায়ের কাছে সবাই জব্দ! এই মা-ছেলের একদম আলাদা এক গল্প, ৯ই মে থেকে বড় পর্দায়…।” আর সেই তালিকা থেকে বাদ পড়েননি কাঞ্চন মল্লিকও। তিনিও মজা করে লিখেছেন, “আমার বসকে এতটা খারাপ পরিস্থিতিতে দেখে খুবই খারাপ লাগছে।” শ্রুতি দাসও মন্তব্য করেছেন, তিনি লিখেছেন, “বস-এর উপর বসগিরি, জিও।”

শিবপ্রসাদ নিজেও ২৫ মার্চ সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “ছোটবেলায় মায়ের থেকে কানমোলা খেয়েছি বহুবার। আবার অনেক বছর পর IFFI-র মঞ্চে সবার সামনে রাখীদির কাছ থেকে কানমোলা খেলাম।”

এতগুলো কমেন্ট এবং পোস্ট দেখে বোঝা যাচ্ছে, ‘আমার বস’ ছবির প্রতি মানুষের আগ্রহ বেশ। ৯ই মে ছবিটি মুক্তির পর কেমন প্রতিক্রিয়া আসে এখন সেটাই দেখার। যদিও উইন্ডোজ প্রযোজনা সংস্থার ছবি মানেই তা দর্শক মনে জায়গা করে এসেছে। তাই এই ছবি নিয়েও আশাবাদী সকলে।