Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

করোনা জয় করে বাড়ি ফিরলেন রণধীর কাপুর

হাসপাতালে ভর্তি থাকাকালীন অন্যান্য করোনা রোগীদের মতোই বাড়ির কারও সঙ্গে দেখা করার অনুমতি ছিল না রণধীরের। ফলে দুই মেয়ে করিশ্মা এবং করিনা কাপুর, জামাই সইফ আলি খান সহ পরিবারের ঘনিষ্ঠরা ফোনে খোঁজ নিতেন।

করোনা জয় করে বাড়ি ফিরলেন রণধীর কাপুর
রণধীর কাপুর।
Follow Us:
| Updated on: May 14, 2021 | 7:35 PM

নেগেটিভ। এই শব্দই এখন চরম স্বস্তির। সেই স্বস্তির হাওয়া এ বার কাপুর পরিবারে। করোনা (Covid 19) নেগেটিভ হলেন অভিনেতা (Actor) রণধীর কাপুর (Randhir Kapoor)। করোনাকে হারিয়ে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রাজ কাপুরের বড় ছেলে।

কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন রণধীর। তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ ছড়িয়েছিল অনুরাগী মহলে। এখন তিনি সম্পূর্ণ সুস্থ। রণধীর সাংবাদিকদের বলেন, “আমি বাড়ি ফিরলাম। এখন সুস্থ বোধ করছি। ভাল আছি।”

হাসপাতালে ভর্তি থাকাকালীন অন্যান্য করোনা রোগীদের মতোই বাড়ির কারও সঙ্গে দেখা করার অনুমতি ছিল না রণধীরের। ফলে দুই মেয়ে করিশ্মা এবং করিনা কাপুর, জামাই সইফ আলি খান সহ পরিবারের ঘনিষ্ঠরা ফোনে খোঁজ নিতেন। রণধীর বলেন, “আমাকে চিকিৎসকরা বলেন, কয়েকটা দিনের ব্যাপার। কিছুদিন পরেই আবার ওদের সঙ্গে দেখা করতে পারব। হাসপাতালের সকল কর্মীকে ধন্যবাদ। ওঁরা সকলেই খুব ভাল। আমার ভাল দেখাশোনা করেছে।”

রণধীর আরও জানান, কখনও তাঁর প্রশ্বাসের কোনও সমস্যা হয়নি। ফলে অক্সিজেন সাপোর্টে থাকতে হয়নি তাঁকে। এজন্য ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বর্ষীয়ান অভিনেতা।

আরও পড়ুন, পোল্যান্ড থেকে ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর কিনছেন অমিতাভ