তদন্তে সহযোগিতা করছেন না রণবীর, হতে পারেন গ্রেফতার! কী বলছে মহারাষ্ট্রের সাইবার পুলিশ?
রিয়্যালিটি শোয়ে মা-বাবার সঙ্গম নিয়ে কুরুচিকর মন্তব্য করায় নানা মহলের রোষের মুখে পড়েছিলেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান রণবীর এলাহাবাদিয়া।

রিয়্যালিটি শোয়ে মা-বাবার সঙ্গম নিয়ে কুরুচিকর মন্তব্য করায় নানা মহলের রোষের মুখে পড়েছিলেন জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান রণবীর এলাহাবাদিয়া। এমন অশ্লীল মন্তব্য করায়, রণবীরের বিরুদ্ধে দায়ের হয়েছিল প্রায় একডজন এফআইআর। এমনকী, সংসদেও রণবীরকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। এমন মন্তব্যর কারণে রণবীরকে নোংরা, বিকৃত মনষ্ক বলে তুলোধনাও করেছিল সুপ্রিম কোর্ট। এক ভিডিও আপলোড করে এর জন্য ক্ষমাও চেয়েছিলেন রণবীর। তবে এই বিপাক যেন পিছু ছাড়ছে না রণবীরের। এবার মহারাষ্ট্র সাইবার পুলিশ জানিয়েছে, রণবীর এই ঘটনার তদন্তে অসহযোগিতা করছেন। তাঁর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।
ইন্ডিয়াজ গট ট্যালেন্ট রিয়্যালিটি শোয়ে যেদিন রণবীর এই কুরুচিরকর মন্তব্য করেন, সেদিন এই শোয়ে অংশ নেওয়া সময় রায়না, আশিস চঞ্চলানি এবং অপূর্ব মুখিজাকে তলব করেছিল মহারাষ্ট্রের সাইবার শাখার পুলিশ। রণবীরকেও তলব করা হয়েছিল। তবে রণবীর এবং অপূর্ব আসেননি এবং পুলিশের সঙ্গে কোনওরকম যোগাযোগই করেননি। সূত্রের খবর, এই অনুপস্থিতির কারণেই রণবীর ও অপূর্বর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চলেছে গোয়েন্দা দফতর। তাঁরা হতে পারেন গ্রেফতারও।
প্রসঙ্গত, সোশাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়, যেখানে দেখা গিয়েছিল, এক প্রতিযোগীকে রণবীর বলছেন, আপনি কি আপনার মা-বাবার যৌনতা দেখবেন, নাকি সেই যৌনখেলায় অংশ নিয়ে চিরতরে সেটা বন্ধ করবেন? রণবীরের এমন প্রশ্নে স্বাভাবিকভাবেই হতবাক হয়েছিলেন প্রতিযোগী। তবে রণবীরের পাশে বসে থাকা, সময় রায়না, আশিস চঞ্চলানি, যশপ্রীত সিং, অপূর্ব মাখিজা হেসে গড়িয়ে পড়েন। তবে রণবীরের এই মন্তব্য বিতর্কের ঝড় তুলেছিল গোটা দেশ-দুনিয়ায়।
এই খবরটিও পড়ুন





