‘একজনের ওপর সব দোষ?’ আ্ল্লুর গ্রেফতারিতে হতভম্ব রশ্মিকা
Rashmika Mandana: এদিন বেলায় গ্রেফতার হন সুপারস্টার আল্লু অর্জুন। হয় ১৪ দিনের জেল হেফাজতও। তবে তার কয়েকঘন্টার মধ্যেই জামিনে মুক্তি পেয়ে যান পুষ্পা স্টার। বর্তমানে রমরমিয়ে চলছে তাঁর ছবি পুষ্পা ২। এই ছবির প্রিমিয়ারই হয়েছিল কাল।
আল্লু অর্জুনের গ্রেফতারের ঘটনায় হতভম্ব পুষ্পা ২ ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দানা। শুক্রবার সন্ধ্যা থিয়েটারে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার জেরে বাড়ি থেকে আল্লু অর্জুনকে গ্রেফতার করে তেলেঙ্গানা পুলিশ। সেই খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে সর্বত্র। যা চোখ এড়ায়নি ছবির নায়িকারও। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তে হাজির হলেন রশ্মিকা। X হ্যান্ডেলে লিখলেন, “যা দেখছি, নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। যে দুর্ঘটনা ঘটে তা নিঃসন্দেহে দর্ভাগ্যের। দুঃখজনক ঘটনা। যদিও এটা দুর্ভাগ্যের যে সমস্ত দোষ এক ব্যক্তির ওপর চাপানো হচ্ছে। এই পরিস্থিতি অবিশ্বাস্য ও হৃদয়বিদারক।”
এদিন বেলায় গ্রেফতার হন সুপারস্টার আল্লু অর্জুন। হয় ১৪ দিনের জেল হেফাজতও। তবে তার কয়েকঘন্টার মধ্যেই জামিনে মুক্তি পেয়ে যান পুষ্পা স্টার। বর্তমানে রমরমিয়ে চলছে তাঁর ছবি পুষ্পা ২। এই ছবির প্রিমিয়ারই হয়েছিল কাল। সেখানেই বিপুল সংখ্যক অনুরাগীদের ভিড় সামাল দিতে নাজেহাল হতে হয় পুলিশকে। আর সেখানেই ঘটে বিপত্তি। প্রসঙ্গত, হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ৪ ডিসেম্বর ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। ৪ তারিখ হায়দরাবাদে আয়োজন করা হয়েছিল বিশেষ প্রিমিয়ারের। যেখানে ‘পুষ্পা ২’ দেখার জন্য উপস্থিত হয়েছিলেন হাজার হাজার মানুষ। ভিড় এতটাই যে পুলিশকে ভিড় সামাল দিতে মৃদু লাঠিচার্জও করতে হয়েছিল। সেখানেই প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে মারা যান এক মহিলা অনুরাগী। মৃতের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণ করেছিলেন আল্লু অর্জুন। সেই কাণ্ডেই গ্রেফতার হতে হয় সুপারস্টারকে।
I can’t believe what I am seeing right now..
The incident that happened was an unfortunate and deeply saddening incident.
However, it is disheartening to see everything being blamed on a single individual. This situation is both unbelievable and heartbreaking.
— Rashmika Mandanna (@iamRashmika) December 13, 2024
ঘটনার আট দিনের মাথায় বাড়ি থেকে অভিনেতাকে তুলে নিয়ে যাওয়া হল। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিয়ো। যদিও একশ্রেণি এতে অভিনেতার দোষ কোথায়? একজনকে ভালবেসে শত-শত মানুষ ভিড় জমিয়েছেন, তাঁকে দেখার ইচ্ছে থেকে, সেখানে পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে সত্যি কি সুপারস্টারের ওপর দায় বর্তায়? নাকি ম্যানেজমেন্ট দায়ী? নিরাপত্তা ব্যবস্থা দেখার দায়িত্বে যাঁরা ছিলেন, প্রশ্ন উঠছে তাঁদের ভূমিকা ঘিরে। যদিও বিষয়টা থেকে বিন্দুমাত্র নিজেকে সরিয়ে রাখতে চাননি অভিনেতা। তিনি সমবেদনা প্রকাশ করে মৃতের পরিবারের সঙ্গে কথাও বলেছেন বলে খবর।